1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ব্রুনো-নেভেজের হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৯-১ গোলে ভাসিয়ে বিশ্বকাপে - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ব্রুনো-নেভেজের হ্যাটট্রিকে আর্মেনিয়াকে ৯-১ গোলে ভাসিয়ে বিশ্বকাপে

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || রবিবার রাতে আর্মেনিয়াকে একেবারে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল। স্কোরলাইন বলছে সব; ৯-১! আর এই দাপুটে জয়ের নায়ক পর্তুগালের দুই মিডফিল্ড জাদুকর ব্রুনো ফার্নান্দেজ ও হোয়াও নেভেজ। দুজনই করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক।

আগের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের পর পর্তুগাল ছিল চাপে। সেই ম্যাচে লাল কার্ড দেখে ছিটকে যান অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তাই আর্মেনিয়ার বিপক্ষে জয় তুলে নেওয়াটা ছিল বাধ্যতামূলক। আর জিতে তারা জানিয়ে দিল- চাপ তাদের আরো ভয়ঙ্কর করে তোলে।

ম্যাচের শুরুতেই মানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেজের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন রেনাতো ভেইগা। তবে ১৮ মিনিটেই দারুণ এক সুযোগে গোল করে আর্মেনিয়াকে সমতায় ফেরান এদুয়ার্দ স্পারৎসিয়ান।

এরপরই যেন ঘুম থেকে জেগে ওঠে পর্তুগাল। ২৮ মিনিটে গোল করে দলকে আবার এগিয়ে নেন গনসালো রামোস। এর কিছুক্ষণ পর বক্সের সামনে থেকে নিখুঁত শটে স্কোরশিটে নাম তোলেন হোয়াও নেভেজ। পরে তার ফ্রি-কিকও পর্তুগালকে আরও এগিয়ে নেয় (৪-১)।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে বক্সে ফাউলের শিকার হন ডিফেন্ডার রুবেন দিয়াস। পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ শান্তভাবে বল জালে পাঠিয়ে পর্তুগালকে এগিয়ে নেন ৫-১।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর রূপ নেন ব্রুনো। নীচু শটে তার আরেকটি গোল হয়। এরপর কার্লোস ফর্বস ফাউল করায় পাওয়া পেনাল্টিতেও নিখুঁত সংযোজন। এর মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

নেভেজও থামার পাত্র নন। বক্সের মাঝখানে সুযোগ তৈরি করে নিজের তৃতীয় গোলটি করেন এই তরুণ। ব্যবধান তখন ৮-১। আর ম্যাচ তখন একতরফা। শেষদিকে ফ্রান্সিসকো কনসেইসাও দারুণ এক শটে গোল করে ব্যবধান দাঁড় করান ৯-১ এ। পর্তুগালের গোল উৎসব শেষ হয় তাতেই।

এই দাপুটে জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে থেকে স্বাভাবিকভাবেই পর্তুগালের নিশ্চিত হয়ে গেল আগামী বছরের বিশ্বকাপের মূলপর্বে খেলা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ডের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে রোনালদোকে মাঠে নাও দেখা যেতে পারে। আপাতত এটাই এখন একমাত্র দুঃসংবাদ পর্তুগীজদের জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT