1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আমি ঈশ্বরে বিশ্বাস করি না: এসএস রাজামৌলি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

আমি ঈশ্বরে বিশ্বাস করি না: এসএস রাজামৌলি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে
নির্মাতা এসএস রাজামৌলি

বিনোদন ডেস্ক || ‘বাহুবলি’খ্যাত নির্মাতা এসএস রাজামৌলি। এ পরিচালক বহুবার বলেছেন—“আমার সিনেমাগুলো পৌরাণিক কাহিনি সমৃদ্ধ।” কিন্তু রাজামৌলি ধর্ম চর্চাকারী কোনো হিন্দু নন। বরং নিজেকে একজন ‘নাস্তিক’ হিসেবে দাবি করেন। তার পরবর্তী সিনেমা ‘বারাণসী’। শনিবার (১৫ নভেম্বর) হায়দরাবাদে এ সিনেমা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। জমকালো এই অনুষ্ঠানে তার ‘নাস্তিকতা’ নিয়ে কথা বলেন এই পরিচালক।

‘বারাণসী’ সিনেমার টিজার মুক্তির আগেই টিজারের একটি অংশ অন্তর্জালে ফাঁস হয়ে যায়। এ বিষয়ে রাজামৌলি বলেন, “অনুষ্ঠান শুরুর আগে টেকনিক্যাল বিষয় চেক দেওয়া সময় ভেন্যুতে টিজারটি চালানো হয়েছিল, তখন একটি ড্রোন ফুটেজটি ধারণ করে। এর ফলে এই ঘটনার জন্ম হয়েছে।”

এরপর রাজামৌলি বলেন, “আমার জন্য এটা খুব আবেগময় মুহূর্ত। আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমার বাবা এসে বললেন, ‘হনুমানজি পিছন থেকে সব দেখবেন।’ সত্যি যদি তিনি দেখতেন, তাহলে এটা তিনি কীভাবে দেখলেন? এটা ভাবতেই আমার রাগ হচ্ছে।”

রাজামৌলির স্ত্রী রমা রাজামৌলিও হনুমানের ভক্ত। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “আমার স্ত্রীও হনুমানের খুব ভক্ত। সে হনুমানের সঙ্গে বন্ধুর মতো আচরণ করে এবং কথা বলে। স্ত্রীর ওপরও রাগ করেছিলাম।”

রাজামৌলি ঈশ্বরে বিশ্বাস না করার কথা বলায় সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ তার নির্মিত ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজি বিশ্বব্যাপী ব্লকবাস্টার সিনেমার তকমা পেয়েছে। ২০২২ সাল মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপল আর’ সিনেমার সব জায়গাতে হিন্দু পুরাণ থেকে নেওয়া চমকপ্রদ ভিজ্যুয়াল দেখা যায়।

‘বাহুবলি’ সিনেমায় প্রভাসের চরিত্রের সঙ্গে মহাদেবের সাদৃশ্য রয়েছে। ‘ট্রিপল আর’ সিনেমার চূড়ান্ত অ্যাকশন দৃশ্যে রামচরণের মাঝে রাম-সুলভ ছায়া দেখা যায়। একটি অনুষ্ঠানে রাজামৌলি দাবি করেছিলেন, বারাণসীর গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্য রামায়ণ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এবং শুটিং সেটে মহেশ বাবুকে রামের সাজে দেখে তার গায়ে কাঁটা দিয়েছিল।

২০২২ সালে বিয়ন্ড ফেস্টে রাজামৌলি বলেছিলেন, “অনেকে মনে করেন হিন্দুইজম একটি ধর্ম, বর্তমান প্রেক্ষাপটে তা সত্যি। কিন্তু ধর্ম হিসেবে হিন্দুইজমের আগে ছিল ধর্ম বিশ্বাস; এটি একটি জীবনধারা, একটি দার্শনিক ধারণা। যদি ধর্ম হিসেবে দেখেন, তাহলে আমিও হিন্দু নই। কিন্তু যদি ধর্ম বিশ্বাস হিসেবে দেখেন, তাহলে আমি গভীরভাবে হিন্দু। আমি ‘ট্রিপল আর’ সিনেমায় যে বিষয়গুলো দেখিয়েছি, তা বহু শতাব্দী ও যুগ ধরে চলে আসা একটি জীবনদর্শন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT