1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শেখ হাসিনার মামলার রায়: গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শেখ হাসিনার মামলার রায়: গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি || জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরু‌দ্ধে রায় ঘোষণা চলছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আলোচিত এ মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়।

রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে গোপালগঞ্জের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জেলা শহরের বাসিন্দারা নিজেদের প্রয়োজনীয় কাজ সারছেন। অফিস থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহর জুড়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন।

জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলাগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। মোতায়েন রয়েছে ৩ প্লাটুন বিজিবি। তাদের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।

গোপালগঞ্জ শহরের শরবত ব্যবসায়ী মিন্টু আলি খান বলেন, “সকাল থেকে দোকান নিয়ে বসেছি। এখন পর্যন্ত কোন ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি। পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে।”

রিকশাচালক সোহাগ মোল্যা বলেন, “সকালে রিকশা নিয়ে বের হয়েছি। কোথাও কোনো বাধার মুখ পড়তে হয়নি। অনেক মানুষ সড়কে চলাচল করছেন।”

এর আগে, আজ ভোরে জেলার কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে সেখান থেকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জের পুলিশের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ জানান, আজ ভোরে কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করে সরিয়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “কয়েকজন লোক রাস্তায় উঠে অবরোধের চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। অবরোধ কর্মসূচি সফল করতে পারেনি দুষ্কৃতকারীরা।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT