1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
চাকরি স্থায়ী করার দাবিতে রাজশাহী ওয়াসার অস্থায়ী কর্মচারীরা মঙ্গলবার সকালে মানববন্ধন করেছেন

রাজশাহী প্রতিনিধি || রাজশাহী ওয়াসার অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীরা স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মহানগরীর উপশহর এলাকার ওয়াসা ভবনের সামনে ‘ওয়াসা কর্মচারী ইউনিয়ন’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী তারা এ কর্মসূচি পালন করেন।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে রাজশাহী ওয়াসায় কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। কেউ এক দশক, কেউবা ১৫ থেকে ২০ বছর ধরে মাস্টাররোলে কাজ করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। অথচ, হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সমপর্যায়ের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দৈনিকভিত্তিক কাজ করা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, অস্থায়ী কর্মচারীরা ওয়াসার পানি সরবরাহ, লাইনের জরুরি মেরামত, ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবুও তাদের প্রতি প্রতিষ্ঠানটির ‘উদাসীনতা’ দিন দিন বাড়ছে।

তারা জানান, এত বছর কাজ করার পরও যদি চাকরি স্থায়ী না হয়, তাহলে ভবিষ্যতে পরিবারের ভরণ-পোষণ, চিকিৎসা, সন্তানদের পড়ালেখা চালাতে হিমশিম খেতে হবে তাদের।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বক্তব্য দেন- যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT