1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল আবারও বেড়েছে। ভালো মানের স্বর্ণ ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। বুধবার (১৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ এক লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৯ হাজার ২৯১ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪০ হাজার ৭৬১ টাকায় বিক্রি হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার ২৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকায় বিক্রি হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT