1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নায়িকা পপিকে হত্যার হুমকি! - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নায়িকা পপিকে হত্যার হুমকি!

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি

বিনোদন প্রতিবেদক || নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি নিজের কাছের মানুষের কাছ থেকেই প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। পারিবারিক বিরোধ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী নিয়মিতই তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন বলে জানিয়েছেন এই তারকা অভিনেত্রী।

পপি গণমাধ্যমকে বলেন, “বছরখানেক ধরে আমাকে নিয়মিতই হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে স্বাভাবিক জীবন যাপনও করতে পারছি না।”

গত ১৯ নভেম্বর পপির বড় চাচা কবির হোসেন মারা যান। কিন্তু অব্যাহত হুমকির কারণে প্রিয় চাচাকে শেষবার দেখতেও যেতে পারেননি তিনি। আক্ষেপ করে পপি বলেন, “চাচার মৃত্যুর খবর শুনে খুলনা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বিষয়টি জানতে পেরে তারেক আমাকে হত্যার হুমকি দেয়। নিজের নিরাপত্তার কথা ভেবে যেতে পারিনি। খুব কষ্ট লাগে।”

পপি জানান, ২০০৭ সালে চাচা কবির হোসেনের কাছ থেকে জমি কিনেছিলেন তিনি। নিয়মিত দলিল থাকা সত্ত্বেও এখনও সেই জমি ভোগ করতে পারছেন না। অভিযোগ অনুযায়ী, জমিটি দখলে রেখেছেন চাচাতো বোন মুক্তা ও মুক্তার স্বামী তারেক আহমেদ চৌধুরী।

পপির ভাষ্যমতে, “জমি বুঝে নিতে গেলেই নানা ভয়-ভীতি দেখানো হয়। কখনো রাজনৈতিক নেতাদের ব্যবহার করা হয়, কখনো সরাসরি মেরে ফেলার হুমকি দেওয়া হয়।”

পপি দাবি করেন, আগের সরকার আমলে আওয়ামী লীগ–ঘনিষ্ঠদের ব্যবহার করে তাকে ভয় দেখানো হতো। আর সরকার পরিবর্তনের পর বিএনপি–সমর্থিত লোকজনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে একইভাবে হুমকি-ধমকি বজায় রেখেছেন তারেক।

“খুলনার মাটিতে গেলে আর জীবিত ফিরতে পারব না—এমন হুমকিও দিয়েছে,” অভিযোগ করেন পপি।
এই বিষয়ে জানতে তারেক আহমেদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি ফোন কেটে দেন। পরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনা শুধু পপির মধ্যেই সীমাবদ্ধ নয়। তার বড় চাচা বাবর হোসেনও বিভিন্ন সময় তারেকের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি খুলনায় এক সংবাদ সম্মেলনেও বিষয়টি তুলে ধরেন বাবর হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT