1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শাবনূরকে নিয়ে অশান্তি চলতো সালমানের সংসারে: লিমা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শাবনূরকে নিয়ে অশান্তি চলতো সালমানের সংসারে: লিমা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে
সালমান শাহ, শাবনূর ও লিমা

বিনোদন প্রতিবেদক || বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ আজও রহস্য, শোক ও আলোচনার কেন্দ্রবিন্দু। তার মৃত্যুর প্রায় তিন দশক পরও রহস্যের জট খুলেনি। আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলাটি হত্যামামলা হিসেবে পুনরায় গ্রহণ করেছে পুলিশ- এমন সময় নতুন করে আলোচনায় আসেন সালমানের নায়িকা লিমা।

এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সালমান শাহর সংসারে নায়িকা শাবনূরকে কেন্দ্র করে অশান্তি চলতো।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। লিমা বলেন, “অমর চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে আমি দুটি সিনেমায় কাজ করতে পেরেছি, তাই মনে করি আমার জন্ম সার্থক হয়েছে। ভাবতেই পারিনি সালমান শাহর এত ভক্ত আছে বাংলাদেশে। আমি যে তার সঙ্গে দুটি সিনেমায় কাজ করেছি, তখন কিন্তু আমার কাছে একটুও মনে হয়নি তিনি এত বড় সেলিব্রিটি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর যখন সালমান শাহ মারা গেলেন- আহা রে কী মানুষ, আর মানুষ- তার পরের দিন জানতে পারলাম, সালমান শাহর মৃত্যুর শোক সইতে না পেরে ১৮ জন মেয়ে মারা গেছে। কোনো পত্রিকায় লিখেছিল ২৮ জন, আর কিছু পত্রিকা লিখেছিল ১৮ জন।”

একসময়ের জনপ্রিয় এই নায়িকা আরো বলেন, “তারপর আস্তে আস্তে জানতে পারলাম এত বড় সেলিব্রিটি তিনি ছিলেন, কিন্তু আমার সঙ্গে যে দুটি সিনেমায় সালমান কাজ করেছেন, দেখা গেছে একেবারেই সাধারণ একজন ছেলে, কোনো প্যাঁচগোঁজ নেই, একেবারেই সাদামাটা মনের মানুষ ছিলেন সালমান। ‘প্রেম যুদ্ধ’ ও ‘কন্যাদান’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছি। এ দুটি সিনেমার শুটিং করার সময় সালমানের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, যা বলে শেষ করার মতো নয়। কোনটা রেখে কোনটা বলব। তবে খুবই মজার মানুষ ছিলেন সালমান, শুটিং স্পটে সবাইকে হাসাতে পারতেন দারুণ।”

শাবনূরকে নিয়ে অশান্তি চলতো জানিয়ে লিমা বলেন, “আমার মনে কষ্ট লাগে ২৯ বছর পার হলো, তার মারা যাওয়ার রহস্য জানতে পারলাম না। আসলে তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, এ বিষয়টা এখনো ক্লিয়ার হলো না। তবে আমার বিশ্বাস- সালমান আত্মহত্যা করতে পারেন না, সালমান কিন্তু আত্মহত্যা করার মতো ছেলে নন। সালমানকে অনেক মিস করি। তার সংসারে অশান্তি চলত নায়িকা শাবনূরকে নিয়ে। তবে সালমানের স্ত্রী সামিরা আমার শুটিংয়েও আসতেন। কিন্তু আমার সঙ্গে বান্ধবীর মতো আচরণ করেছিলেন। যেটাই হোক, আমি সালমান হত্যার বিচার চাই। তাকে যে-ই মারুক না কেন, তার যেন শাস্তি হয়। সালমান আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, দোয়া রইল।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT