রাবি প্রতিনিধি || ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য যৌক্তিক সময়ের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।
৭ ঘণ্টা পর শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদের আশ্বাসে অবরোধ স্থগিত করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়েছে।
এর আগে, শনিবার দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে গিয়ে ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
অবরোধ চলাকালে ‘এক দুই তিন চার, পিএসসি সৈরাচার’, ‘সবাই পায় ৬ মাস, আমরা কেন ২ মাস?’, ‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে পিসএসসি কি করে? ’, ‘আমার ভাই অনশনে, মাহফুজ কি করে?’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘অ্যাকশন অ্যাকশন ছাত্রসমাজের অ্যাকশন’, ‘সৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
অবরোধ শেষে আন্দোলনরত এক শিক্ষার্থী সাব্বির বলেন, “একটু আগে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক এসেছিলেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, আজ রাতের মধ্যে একটা ফলাফল আসবে। পিএসসি মিটিং করছে বলে জানিয়েছেন তিনি। আমরা তার কথায় আজ আন্দোলন স্থগিত করছি। তবে আজ রাতে যদি কোনো পজিটিভ রেজাল্ট না আসে, আমরা আবার আগামীকাল আন্দোলনে বসব।”
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, “বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক আছে। তবে সব ট্রেন বিলম্বে চলবে। যেহেতু সিডিউল বিপর্যয় হয়েছে, সেজন্য সব ট্রেনের অফ ডে না আসা পর্যন্ত বিলম্বেই চলবে।”