1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তাজরিন ট্র্যাজেডি: ফুলেল শ্রদ্ধায় নিহত শ্রমিকদের স্মরণ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

তাজরিন ট্র্যাজেডি: ফুলেল শ্রদ্ধায় নিহত শ্রমিকদের স্মরণ

সাভার (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
তাজরিন ফ্যাশনের নিহত শ্রমিকদের ফুল দিয়ে স্মরণ করেন পরিবার ও শ্রমিক সংগঠনের নেতারা

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে আগুনে নিহত ১১৭ শ্রমিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাদের পরিবার ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত তাজরিন গার্মেন্টসের সামনে প্রতি বছরের মতো ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন তারা।

নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা বলেন, আজকে তাজরিন ট্র্যাজেডিন ১৩ বছর পূর্ণ হলো। এ ঘটনায় দোষীদের বিচার এখনো হয়নি। নিহত শ্রমিকদের পরিবারগুলো কষ্টে দিন পার করছেনে। আহত শ্রমিকরা পঙ্গু হয়ে জীবনযাপন করছেন। নেতারা তাজরিনের এই ভবনটি ভেঙে শ্রমিকদের পুনর্বাসন অথবা হাসপাতালে তৈরি করা দাবি জানান।

সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। তাদেরই একজন তাজরিনের আহত শ্রমিক নাছিমা আক্তার। তিনি বলেন, “আজ তাজরিন ঘটনার ১৩ বছর হয়ে গেল। তারপরও আমরা ন্যায্য ক্ষতিপূরণ পেলাম না। বেঁচে থাকার জন্য শারিরীক ও মানসিক যন্ত্রণা নিয়েই ঝুটের গোডাউনে অল্প বেতনে কাজ করছি। চিকিৎসা না পেয়ে আমাদের কয়েকজন শ্রমিক মারা গেছেন। সবাই এই দিনটির কথা ভুলে গেলেও আমরা কোনভাবেই ভুলতে পারি না।”

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, “২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে অবস্থিত তোবা গ্রুপের গার্মেন্টস কারখানা তাজরিন ফ্যাশন লিমিটেডের মালিক দেলোয়ারের পরিকল্পিত লাগানো আগুনে ১১৪ শ্রমিক নিহত হন। বহু শ্রমিক আহত আহত হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সুচিকিৎসা, পুর্নবাসন, ক্ষতিপূরণ এখনো দেওয়া হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যাক্তিদের বিচার হয়নি।”

তিনি বলেন, “বিগত সরকার শ্রমিকদের সুচিকিৎসা, পুর্নবাসন, ক্ষতিপূরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক দেলোয়ারসহ দায়ী ব্যাক্তিদের বিচার নিশ্চিত করেনি। বরং দলীয় পদ-পদবী দিয়ে পুরস্কৃত করেছেন। বর্তমান সরকার শ্রমিকদের বারবার আশ্বাস দিয়ে দিয়ে আসছেন, কিন্তু আশ্বাস বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখছি না। সবাই শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছেন।”

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরীন গামেন্টেসে অগ্নিকাণ্ডে প্রায় ১১৭ জন শ্রমিক নিহত হন। আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT