1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ফরিদপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৩ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ফরিদপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৩

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবিনগর সর্বজনীন দুর্গা মন্দিরের সামনে তাদের মারধর করেন স্থানীয়রা।

সোমবার (২৪ নভেম্বর) সকালে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহিন নগরকান্দার গজগাহ এলাকার মো. মোস্তফার ছেলে। আহতরা হলেন- সুমন শেখ (২৫), পারভেজ (১৮) ও এনামুল (২৫)। তাদের সবার বাড়ি নগরকান্দা উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, কয়েকজন ব্যক্তি গতকাল রাতে মাহিন্দ্রায় করে তালমার ইউনিয়নের তালমার মোড় পৌঁছান। সেখান থেকে পায়ে হেঁটে তারা দেবিনগর দুর্গা মন্দিরের সামনে যান। মোটরসাইকেলে আসা দুইজন ব্যক্তি তাদের জিজ্ঞেসাবাদ করেন। সন্দেহ হলে ওই দুই ব্যক্তি চোর বলে চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী এসে চারজনকে ধরে মারধর করেন।

নগরকান্দা কিলো ৮ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের মধ্যে শাহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অন্য তিনজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিক বলেন, ‍“রাত ২টার দিকে অনেক চিৎকার-চেঁচামেচি শুনে বাড়ির বাইরে গিয়ে দেখি, দুর্গা মন্দিরের সামনে শতাধিক লোক কয়েকজনকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করছে। এভাবে গণপিটুনি দিয়ে একজনকে মেরে ফেলা খুবই দুঃখজনক। এলাকার মানুষ হিসেবে আমরা চাই, ঘটনার সঠিক তদন্ত হোক এবং যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিচার হোক।”

নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, “চোর সন্দেহে গণপিটুনিতে কয়েকজন আহত হয়েছিলেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। এখনো কোনো মামলা হয়নি, আইনগত প্রক্রিয়া চলমান।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT