1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

ফেসবুকে কাবা শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কাবা শরিফ অবমামনার অভিযোগে সাগর মণ্ডল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি ছবিটি স্টোরিতে শেয়ার করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, “ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

আটক সাগরের বাড়ি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে।

এলাকাবাসী জানান, কাবা শরিফ নিয়ে সাগর ফেসবুক স্টোরিটিতে একটি আপত্তিকর ছবি পোস্ট করেন। কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি ছড়িয়ে পড়ে। কয়েকশ মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্থানীয় লোকজন সাগরকে গ্রামের একটি ফার্মেসির ভেতরে আটকে রাখেন। পরে পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পুলিশ সাগরকে নিজেদের হেফাজতে নেয়।

শাকরাইল গ্রামের ‍মুদি দোকানদার আবু বক্কর সিদ্দিক বলেন, “আমরা এলাকাবাসী এই ধরনের জঘন্য কাজকে কোনোভাবেই মেনে নিতে পারি না। পবিত্র কাবা শরিফ অবমাননার খবর শুনে আমরা খুব কষ্ট পেয়েছি। আমরা ক্ষুব্ধ হয়ে উঠেছিলাম। প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি শান্ত হয়েছে। অভিযুক্তকে পুলিশ আটক করেছে।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, “গতকাল ফেসবুকে পবিত্র কাবা শরিফ অবমাননার একটি আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। আমরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রশাসনের তৎপরতায় এবং সমন্বিত উদ্যোগে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর মণ্ডলকে আটক করেছি।”

তিনি বলেন, “আজ সকালে নগরকান্দা থানার এসআই হামিদুল বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা ঘটনাটির গুরুত্ব সহকারে তদন্ত করছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, “এখনো থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) অভিযোগ করতে পারে এমনটা জানি। ধর্মীয় বিষয় পোস্ট করায় গতকাল সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT