1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শুভাগতর কীর্তিটা ক’জন জানেন? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শুভাগতর কীর্তিটা ক’জন জানেন?

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || জাতীয় দলের হয়ে শুভাগত হোম ২০১৬ সালের পর কোনো ম‌্যাচ খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ। সবকটি আসরে নিজের ছাপ রেখে যাচ্ছেন স্পিন অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুভাগত অপরিহার্য ক্রিকেটার।

চলমান জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগকে প্রতিনিধিত্ব করছেন তিনি। দলটির অধিনায়কও তিনি। বড় ধৈর্ঘর প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে শুভাগত এমন এক কীর্তি গড়েছেন যা বাংলাদেশের ক্রিকেটে বিরল। ২২ নভেম্বর শুরু হওয়া পঞ্চম রাউন্ডের প্রথম দিন সৌম‌্য সরকারের উইকেট পেয়েছিলেন শুভাগত। ওই উইকেট নিয়ে ডানহাতি অফস্পিনার প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন।

তাতে অসাধারণ ডাবলের এক কীর্তিতে নিজেকে জড়িয়ে নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০০ রান ও ৩০০ উইকেটের ডাবলের রেকর্ড গড়েছেন তিনি। এই রেকর্ডটি এর আগে কেবলমাত্র ছিল সাকিব আল হাসানের। শুভাগতর সাদা পোশাকের ক্রিকেটে রান ৬৮৮৯। উইকেট ৩০৩। সাকিবের প্রথম শ্রেণির ক্রিকেটে রান ৬৫৩৬। উইকেট ৩৫৫টি।

৩৯ বছর বয়সী শুভাগত ১৫ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। ২০১০ সালে ঢাকা বিভাগের হয়ে অভিষেক বরিশাল বিভাগের বিপক্ষে। এখন পর্যন্ত ১৩৬ প্রথম শ্রেণির ম‌্যাচ খেলেছেন। ২০১৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের হাত ধরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ইংল‌্যান্ডের বিপক্ষে ঢাকায় ঐতিহাসিক টেস্ট ম‌্যাচটিই তার শেষ ম‌্যাচ।

৮ টেস্ট খেলে নিজেকে মেলে ধরতে না পারায় বাদ পড়তে হয় তাকে। ব‌্যাটিংয়ে ২৪৪ রান ও বোলিংয়ে ৮ উইকেট পেয়েছিলেন। কিন্তু দলে জায়গা ধরে রাখতে এ পারফরম‌্যান্স পর্যাপ্ত ছিল না। তবে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম‌্যান্স বারবার আলোচনাতেই থাকে। যেমনটা এবার হলো।

৬০০০ রান ও ৩০০ উইকেটের এই ডাবলের কীর্তিটা ক’জন জানতেন? তার এই অর্জনে বিসিবি তাকে অভিনন্দন জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT