স্বাস্থ্য ডেস্ক || হাঁচি দেওয়ার সময ফুসফুস থেকে নাক ও মুখের মধ্য দিয়ে বাতাস দ্রুতগতিতে বেরিয়ে আসে। এই গতির কারণে হাঁচির কণা প্রায় ২ মিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এর ফলে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কানের আঘাত, সাইনাস সংক্রমণ বা রক্তনালীর ক্ষতি করতে পারে। এ ছাড়াও কিছু সমস্যা দেখা দিতে পারে।
এক। অতিরিক্ত হাঁচি দিলে কানের ওপর চাপ পড়ে এবং কানের সূক্ষ্ম রক্তনালী ছিঁড়ে যেতে পারে।
দুই। অতিরিক্ত হাঁচি সাইনাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সংক্রমণের কারণ হতে পারে।
তিন। হাঁচির সময় রক্তচাপ বেড়ে যায়, যা রক্তনালীর ক্ষতি করতে পারে।
চার। কিছু বিরল ক্ষেত্রে হাঁচির কারণে মস্তিষ্কের ওপর প্রভাব পড়তে পারে, যেমন দুর্বলতা বা দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিতে পারে।
কখন ডাক্তার দেখাবেন
হাঁচির সঙ্গে যদি জ্বর বা শ্বাসকষ্টের মতো অন্যান্য গুরুতর লক্ষণ থাকে। কিংবা অ্যালার্জি দেখা দেয় তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: দ্য কনভার্সেশন ডট কম