1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
পরী সদৃশ্য রহস্যময় প্রাণি দেখার দাবি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

পরী সদৃশ্য রহস্যময় প্রাণি দেখার দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার দেখা হয়েছে
আমগাছের ডালে পরী সদৃশ্য এক রহস্যময় প্রাণী

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাতে আমগাছের ডালে পরী সদৃশ্য এক রহস্যময় প্রাণি দেখার ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামে পরী সদৃশ্য প্রাণির দেখা মেলে। ছয়পাড়া গ্রামের কাদের প্রামাণিকের ছেলে মাসুদ কবির আমগাছের মগডালে পরী দেখেছেন বরে দাবি করেন।

তিনি জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় ‘তালুকদার বাড়ী’ নামে পরিচিত একটি পরিত্যক্ত বাড়ির পাশে থাকা আমগাছের ওপর হঠাৎ অস্বাভাবিক আলোর ঝলক দেখতে পান। বিষয়টি অদ্ভুত মনে হওয়ায় উপরে তাকাতেই গাছের মগডালে পাখাওয়ালা পরী সদৃশ্য একটি প্রাণিকে দেখতে পান তিনি।

হঠাৎ এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেও মোবাইল ফোনে তিনটি ছবি তুলে রাখেন তিনি। কিছুক্ষণ পর সাহস করে আরো কাছে এগোতেই রহস্যময় প্রাণীটি অদৃশ্য হয়ে যায় বলে জানান তিনি।

পরে তিনি ছবিগুলো ফেসবুকে পোস্ট করে লেখেন- “আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে নিজ চোখে অলৌকিক পরীর দেখা মিললো।” সোমবার রাত ৯টার দিকে ফেসবুকে এই পোস্ট দেওয়ার সাথে সাথে তা ভাইরাল হয়ে পড়ে।

ঘটনার সময় সাথে থাকা বড়পাঙ্গাসী গ্রামের নাজির সরদারের ছেলে নাইম ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম। আলোর উৎস দেখেছি এবং মোবাইলে তোলা ছবিও দেখেছি, যদিও নিজ চোখে পরী সদৃশ্য প্রাণীটিকে দেখতে পাইনি।”

এদিকে, রহস্যময় এই প্রাণির দেখা পাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অলৌকিক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT