1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
অস্ট্রেলিয়ায় বোরকা নিয়ে পার্লামেন্টে স্টান্টবাজি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় বোরকা নিয়ে পার্লামেন্টে স্টান্টবাজি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || অস্ট্রেলিয়ার এক সিনেটরকে পার্লামেন্টের ভেতরে বোরকা নিয়ে স্টান্টবাজি করায় সিনেটে তার প্রবেশের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। সোমবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএপি।

মুসলিম ও অভিবাসন বিরোধী ওয়ান নেশন মাইনর পার্টির ৭১ বছর বয়সী নেত্রী পলিন হ্যানসন সোমবার মাথা থেকে গোড়ালি পর্যন্ত দীর্ঘ বোরকা পরে সিনেটে প্রবেশ করেন। এসময় তিনি মুসলিম নারীদের এই পোশাক নিয়ে একটি অসম্মানজনক স্টান্ট করার অভিযোগে অভিযুক্ত হন। জনসাধারণের স্থানে বোরকা এবং অন্যান্য পুরো মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার বিলটি সিনেটররা বিবেচনায় না নেওয়ার প্রতিবাদে তিনি এভাবে সিনেটে প্রবেশ করেছিলেন।

এ ঘটনার পরে সিনেটররা সোমবার দিনের বাকি সময়ের জন্য পলিনের সিনেট ভবনে প্রবেশে স্থগিতাদেশ জারি করেন। এরপরেও ক্ষমা না চাওয়ার কারণে তারা মঙ্গলবার একটি নিন্দা প্রস্তাব পাস করেন। তাকে টানা সাতটি সিনেট অধিবেশন থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার চলতি বছরের জন্য শেষ সিনেট অধিবেশন শুরু হয়। আগামী বছরের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট পুনরায় শুরু হওয়া পর্যন্ত হ্যানসনের স্থগিতাদেশ অব্যাহত থাকবে।

হ্যানসন পরে সাংবাদিকদের জানান, ২০২৮ সালের পরবর্তী নির্বাচনে ভোটাররা তাকে বিচার করবেন, তার সিনেট সহকর্মীরা নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT