ঠাকুরগাঁও প্রতিনিধি || ঠাকুরগাঁওয়ে ‘তৌহিদি জনতা’র হামলায় বাউল সমর্থকদের প্রতিবাদী সমাবেশ পণ্ড হয়েছে। এ সময় দুজনকে মারধর করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও কোর্ট চত্বর এলাকায় এ হামলা হয়।
বাউলদের ওপর হামলা ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বাউল সমর্থকরা প্রতিবাদী সমাবেশের ডাক দেন। বুধবার সকাল থেকেই এ সমাবেশকে ঘিরে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে ঠাকুরগাঁও কোর্ট চত্বরে বাউল সমর্থকরা অবস্থান নিলে তৌহিদি জনতা তাদের বিপরীত দিকে অবস্থান নেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বাউল সমর্থক সোহেল রানা বলেছেন, আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। রাসুল (সা.) যখন ছিলেন, তার জামানায় কি তাকে নিয়ে কটূক্তি-ষড়যন্ত্র হয়নি, ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়ানো হয়নি? তাই বলে কি তিনি কাউকে হত্যা করেছিলেন, কারো ঘর-বাড়ি ভাঙচুর করেছিলেন? তৌহিদী জনতার নামে যে নৈরাজ্য চলছে, এটা নবীর সুন্নত নয়।
অন্যদিকে, আল-আমিন নামের এক ব্যক্তি বলেন, তিনি (আবুল সরকার) আল্লাহর নামে উল্টা-পাল্টা বলবে আর তাকে পিটাইলে ‘মব’ বলবে, এটা কোন সুশীল? আমাদের দেশে অনেক সুশীল দেখেছি, যারা ইসলামকে ধ্বংস করার পাঁয়তারা করে। এদের আর সুযোগ দেওয়া হবে না।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরয়ার বলেছেন, আমরা সংঘর্ষের বিষয়ে জানার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।