1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শীতের সকালে একটু নদীতে নামলাম: ভাবনা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শীতের সকালে একটু নদীতে নামলাম: ভাবনা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

বিনোদন প্রতিবেদক || ছোটপর্দা থেকে বড়পর্দা—দু’জায়গাতেই অভিনয়ের মুন্সিয়ানায় আলাদা অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দায় যেখানে তিনি সাহসী ও বৈচিত্র্যময় চরিত্রে দেখা দেন, বাস্তব জীবনেও ঠিক তেমনই খোলামেলা, সরব ও স্পষ্টভাষী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত নিজের ভাবনা—মত প্রকাশ করে থাকেন।

তারই ধারাবাহিকতায় এবার শীতের সকালে নদীতে নেমে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। ছবিগুলোর সৌন্দর্য, আলো আর প্রকৃতির সঙ্গে ভাবনার স্বাভাবিক উপস্থিতি মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টিকাড়ে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, খোলা চুল, মুখে কোনোরকম অতিরিক্ত সাজ নেই, কালো রঙের টি–শার্টে ভাবনার হাতে কচুরিপানার ফুল তুলে নদীর ধারে দাঁড়িয়ে আছেন। প্রকৃতির রঙ, আলোর মায়া ও তার নিখাদ হাসি—সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে অন্যরকম শান্ত ও নিসর্গময় আবহ। ভাবনার মায়াবী দৃষ্টি আর স্বতঃস্ফূর্ত ভঙ্গিমা নেটিজেনদের মন কাড়তে বেশি সময় নেয়নি।

ছবিগুলোর ক্যাপশনে ভাবনা লিখেছেন, “শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কি?” এই একটি বাক্যই মন্তব্যের ঘরে সৃষ্টি করেছে নানা মজার প্রতিক্রিয়া। কেউ তার সৌন্দর্যের প্রশংসায় মুগ্ধ, কেউ শীতে পানিতে নামার সাহস দেখে অবাক। একজন লিখেছেন, “নদী যাই হোক, আপনাকে দারুণ লাগছে।” আবার আরেকজন মজা করে লিখেছেন, “আমার তো দেখেই শীত লাগছে, আর আপনি পানিতে!”

এদিকে, চলচ্চিত্রের জন্য ভাবনার পেশাদার কমিটমেন্টও প্রশংসার দাবি রাখে। নতুন সিনেমা ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’–এ প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনা করছেন আসিফ ইসলাম। সিনেমাটিতে ভাবনা অভিনয় করছেন এক যাত্রাপালার নায়িকার চরিত্রে—যেখানে দরকার ছিল আলাদা শরীরি ভাষা ও ভিন্ন উপস্থিতির। চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়েছেন, যা নিয়ে নিজেও জানিয়েছেন আত্মবিশ্বাসী মন্তব্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT