বেরোবি প্রতিনিধি || বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্যাগিংয়ের দায়ে বাংলা বিভাগের তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় আরো ৯ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে সংবাদ সম্মেলনে এসে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এই সিদ্ধান্তের কথা জানান। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১২ শিক্ষার্থীর মধ্যে তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও বাকি ৯ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
বেরোবি উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেন, “র্যাগিংয়ের ব্যাপারে অভিযোগ আসার পর আমরা ২৪ ঘণ্টার নোটিশে একটা তদন্ত কমিটি গঠন করি । শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী বাংলা বিভাগের ১৬তম ব্যাচের ১২ শিক্ষার্থী প্রত্যক্ষ-পরোক্ষভাবে র্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকায় আব্দুল্লাহ আল মামুন ও রাফি আহমেদ দুই শিক্ষাবর্ষের জন্য ও আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।”
“বাকি ৯ শিক্ষার্থী মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইদুর রহমান শাকিল, মোঃ সুজন মিয়া, আকরাম আলি, ফাহিম ইসলাম ও ফরাদ হোসেনকে সতর্ক করা হয়েছে।”
২৩ নভেম্বর র্যগিংয়ের ঘটনার জেরে বাংলা বিভাগের সিনিয়র ও জুনিয়রের মধ্যে সংঘর্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দ্বীন ইসলাম আহত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি করা হয়।