1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মাঠের বাইরেও লিটনের ‘লড়াই’! - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

মাঠের বাইরেও লিটনের ‘লড়াই’!

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || পল স্টার্লিং বেশ খোশমেজাজেই ছিলেন। গতকাল হোটেলের গার্ডেনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আয়ারল‌্যান্ড অধিনায়কের মুখ থেকে এক মুহূর্তের জন‌্য হাসি সরেনি। তার সঙ্গে থাকা লিটনেরও প্রায় এক অবস্থা। কিন্তু ভেতরে তার দহন চলছিল বোঝার উপায় ছিল না কোনো ভাবেই।

ওই আনুষ্ঠানিকতা সেরে প্রথম টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে সাগর পাড়ের স্টেডিয়ামে ছুটে আসেন বাংলাদেশের অধিনায়ক। এসেই বিস্ফোরক মন্তব‌্যে তোলপাড় করে দেন ক্রিকেটাঙ্গন। একদিন পরই আয়ারল‌্যান্ডের বিপক্ষে একই মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন। কিন্তু সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব‌্যে লিটন মাঠের বাইরেও বানিয়ে ফেললেন প্রতিপক্ষ!

জাতীয় দলের নির্বাচক প‌্যানেলের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জানিয়েছেন, দল নির্বাচনে তার কোনো ভূমিকা নেই। একটি দল দেওয়া হয়, সেই দল নিয়েই খেলতে বলা হয়। তার অভিযোগ আবার অস্বীকার করে উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দাবি, লিটনের সঙ্গে দল নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তারা সিদ্ধান্ত দিয়েছেন নিজেদের মতো করে।

দুজনের বক্তব্যের মধ্যে কিছু ফাঁক আছে। কে পুরোপুরি সত্যি বলেছেন সেটা বোঝা কঠিন। তবে একটা কোচ-অধিনায়ক এবং নির্বাচক এখন দুই মেরুতে সেটা স্পষ্ট হয়ে গেছে সহজেই।

যেই ক্রিকেটারকে নিয়ে এতো উত্তপ্ত পরিবেশ, দুই মেরুতে অবস্থান সেই ক্রিকেটারের পারফরম‌্যান্স একেবারে যাচ্ছেতাই। শামীম হোসেন পাটোয়ারী শেষ সাত ইনিংসে রান করেছেন মাত্র ৬৫। যার তিনটিতেই আবার ডাক। আয়ারল‌্যান্ড সিরিজে তাকে রাখা-না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন থেকেই এখন উত্তপ্ত বাংলাদেশ দলের ড্রেসিংরুম, গোটা পরিবেশ।

মাঠে আয়ারল‌্যান্ডের বিপক্ষে লড়াই। আর মাঠের বাইরে নীতিনির্ধারকদের বিরুদ্ধে। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রধান নির্বাচক নিজের অবস্থান ব‌্যাখ‌্যা করে বলেছেন, ‘‘সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে নাও থাকতে পারে কোন খেলোয়াড়ের ব্যাপারে এবং সেখানে কোন অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা বোর্ডের কাছে দায়বদ্ধ।’’

অন‌্যদিকে লিটনের অবস্থান তার, দায় খেলোয়াড়ের ওপর। শামীম হোসেনকে নিতে না পারার আক্ষেপ ছিল তার কণ্ঠজুড়ে, ‘‘শামীম কিন্তু একটা সময়ে দুই-তিনটি সিরিজে এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, সেটা শামীমের জন্যও হতাশাজনক। অধিনায়ক হিসেবে আমিও…আমি তাকে সরি ছাড়া কিছুই বলতে পারব না তাকে। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক করতে পারিনি।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ। অধিনায়ক মাঠের ক্রিকেটে সেরাটা নিয়ে সেরা একাদশ, স্কোয়াড বেছে নিতে চাইবেন। নির্বাচকরাও তাই। হাতে থাকা সেরা অপশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে যাচাই-বাছাই করতে চাইবেন। কিন্তু দুই পক্ষের রসায়ন যে জমে উঠছে না, সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব সৃষ্টি ও ফাটল দেখা দিচ্ছে তা নিশ্চিতভাবেই ভয়ের কারণ।

লিটনের সামনে কঠিন পরীক্ষা শুধু নির্বাচক নয়, বোর্ডের বিরুদ্ধেও। কেননা নির্বাচকদের দেওয়া দলটাই অনুমোদন করে বোর্ড। সেক্ষেত্রে আয়ারল‌্যান্ড সিরিজে শুধু জিতলেই হচ্ছে না, মাঠের বাইরের লড়াইটাও জিততে হবে তাদেরকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT