আন্তর্জাতিক ডেস্ক || গাজাকে ধ্বংস করার পরে এবার অধিকৃত পশ্চিম তীরে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার নাবলুসের কাছে ফিলিস্তিনি শহর তুবাসে সাঁজোয়া যান নিয়ে শত শত ইসরায়েলি সেনা অভিযান চালিয়েছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার রাতে তুবাস এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে, প্রতিবন্ধক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসরায়েলি বাহিনী পরিবারগুলোকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে।
ইসরায়েলি সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা ‘একটি বিস্তৃত সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করেছে, যা বেশ কয়েক দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, তুবাসে ইসরায়েলি সেনাবাহিনীর বিতরণ করা লিফলেটে জনগণকে জানানো হয়েছে যে এই অঞ্চলটি ‘সন্ত্রাসবাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।’
লিফলেটে বলা হয়েছে, “যদি আপনারা এটি পরিবর্তন না করেন, তাহলে আমরা জেনিন এবং তুলকারমে যেমনটি করেছিলাম তেমনই আচরণ করব।”
চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী জেনিন এবং তুলকারমে বড় ধরনের সামরিক হামলা চালায়। পশ্চিম তীরের এই দুটি উত্তরাঞ্চলীয় শহর হামলার কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছিল এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।