1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘আমরা চাই না, বিএনপি ক্ষমতায় এলে আ.লীগের লোক জেল খাটুক’ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
খুলনায় ৮ দলের সমাবেশ সোমবার, ২ লাখ লোক সমাগমের আশা কিছু ব্যক্তির কুপরামর্শেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: গোলাম পরওয়ার টাঙ্গাইলে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩ চট্টগ্রামে বিআরটিএ মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করল ইরান নোয়াখালীতে ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংকের ব্যবস্থাপক গ্রেপ্তার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এককভাবে সরকার গঠনের দৌড়ে ১ নম্বরে জামায়াত: সেলিম উদ্দিন এশিয়ার ৩ দেশ থেকে দূতাবাস গুটিয়ে নিচ্ছে ফিনল্যান্ড ভারতের অনুমতির অপেক্ষায় বুড়িমারীতে আটকা ভুটানের পণ্য

‘আমরা চাই না, বিএনপি ক্ষমতায় এলে আ.লীগের লোক জেল খাটুক’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০ বার দেখা হয়েছে
কলাপাড়া উপজেলার জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ বি এম মোশাররফ হোসেন।

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেছেন, ‘‘আমরা চাই না, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের লোক জেল খাটুক। তারা যে ভুল করেছে, আমরা সেটা করতে চাই না।’’

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাকামাইয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ বি এম মোশাররফ হোসেন বলেন, ‘‘বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক লোক জেল খেটেছে। কিন্তু আমরা সেটা করতে চাই না।’’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারে বিভ্রান্ত্রি ছড়ানোর বিষয়ে কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। মোশাররফ হোসেন বলেন, ‘‘ধর্ম ব্যবহার করে অনেকে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তারা বলে, তাদের মার্কায় ভোট দিলে বেহেস্তের দরজা খুলে যাবে। এ রকম কথা ইসলাম ধর্মসহ কোনো ধর্মগ্রন্থে লেখা নেই।’’

এ সময় আরো বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শত শত নেতাকর্মী সভায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT