গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || গাজীপুরের শ্রীপুরে সরকারি সার পাচারের চেষ্টাকালে একটি পিকআপ ভ্যান আটক হয়েছে স্থানীয় জনতার হাতে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিজমাওনা গ্রামের মাক্কির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার গোপনে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় জনতার সন্দেহ হলে পিকআপটি আটক করা হয়। এসময় চালক কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুবকর সিদ্দিক বলেন, কৃষকদের জন্য কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যেই এ অবৈধ পাচার চলছিল। স্থানীয়দের সহযোগিতায় আমরা গাড়িটি আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। দায়ীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের এন্টারপ্রাইজের ডিলার আফির উদ্দিন ও জসিম উদ্দিনের মাধ্যমে এসব সার টাঙ্গাইলের তকতারচালা এলাকায় পাচারের পরিকল্পনা ছিল। মাওনা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন জানান, সার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে এবং নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। তিনি বলেন, ‘‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামক ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”