খেলাধুলা ডেস্ক || টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে। আর জিতলে টিকে থাকবে।
বাংলাদেশ দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে খেলা শরীফুল ইসলাম, জাকের আলী ও রিশাদ হোসেনের জায়গায় দলে এসেছেন শেখ মাহেদী হাসান, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন। আয়ারল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। কার্টিস ক্যাম্ফারের জায়গায় একাদশে এসেছেন বেন ক্যালিট্জ।
টস জিতে পল স্টার্লিং বলেছেন, “আমরা আগে ব্যাটিং করবো এবং আগের ম্যাচে যেভাবে খেলেছিলাম, সেটাই আবার করে দেখানোর চেষ্টা থাকবে। এখনও কিছু জায়গায় উন্নতি করার সুযোগ আছে। আজ রাতে সেগুলো ঠিক করার চেষ্টা করবো। আমাদের দলে একটি পরিবর্তন আনা হয়েছে। কার্টিস ক্যাম্পফারের জায়গায় বেন ক্যালিট্জ খেলবে।”
বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেছেন, “এই মুহূর্তে আমাদের জন্য যেকোনো ম্যাচই চ্যালেঞ্জিং। তবুও আমরা সামনে তাকিয়ে খেলতে চাই। সঠিক লাইন-লেংথে বল করা খুব গুরুত্বপূর্ণ। আর উইকেটটাও ভালোই মনে হচ্ছে। আমরা তিনটি পরিবর্তন এনেছি। দলে ফিরেছে নুরুল হাসান, মাহেদী হাসান আর সাইফউদ্দিন।”
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন
আয়ারল্যান্ডের একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), বেন ক্যালিট্জ, জর্জ ডাকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিজ ও জশ লিট্ল।