খেলাধুলা ডেস্ক || তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে আয়ারল্যান্ড। আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে টিম টেক্টর ও লরকার টাকারের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। জিতে সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশকে করতে হবে ১৭১ রান।
আজও বাংলাদেশের বিপক্ষে দারুণ সূচনা পায় আইরিশরা। উদ্বোধনী জুটিতে পল স্টার্লিং ও টিম টেক্টর ৫৭ রান তোলেন ৪.৩ ওভারে। এরপর স্টার্লিং ফিরেন ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রান করে। স্টার্লিং ফিরলেও টেক্টর মারছিলেন হাত খুলে। তাতে ৮ ওভারেই তাদের রান হয়ে যায় ৮৮! অবশ্য নবম ওভারের প্রথম বলেই আউট হন টেক্টর। ৪টি চার ও ২ ছক্কায় করেন যান ৩৮ রান। একই ওভারের পঞ্চম বলে হ্যারি টেক্টরও আউট হন ব্যক্তিগত ১১ রানে।
অভিষিক্ত বেন কালটিজ অবশ্য সুবিধা করতে পারেননি। ১০৩ রানের মাথায় ৯ বল খেলে ১ চারে ৭ রান করে আউট হন। সেখান লরকান টাকার ও জর্জ ডকরেল দলীয় সংগ্রহকে বাড়াতে থাকেন। ১৫৯ রানের মাথায় ডকরেল ফেরেন ১৮ রান করে। আর ইনিংসের শেষ বলে ১৭০ রানের রান আউট হন টাকার। যিনি ৩২ বলে ৪টি চারে ৪১ রানের ইনিংস খেলেন।
বল হাতে বাংলাদেশের নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৪০ রানে ১টি ও তানজিম হাসান সাকিব ৩ ওভারে ১৭ রানে নেন ১টি উইকেট।