1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সেই একই চাপে বাংলাদেশ! - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সেই একই চাপে বাংলাদেশ!

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || এক মাস আগেও যে প্রবল চাপে চট্টগ্রামে অবস্থান করছিল দল, আজও সেই একই পরিস্থিতির মুখোমুখি। ২৯ অক্টোবর চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম‌্যাচে হেরে সিরিজ খুঁইয়েছিল বাংলাদেশ।

আজ ২৯ নভেম্বর। সেই একই ভেন্যু। প্রতিপক্ষ শুধু আলাদা। আয়ারল‌্যান্ড তিন ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে ১-০ ব‌্যবধানে এগিয়ে। আজ জিতে গেলে প্রথমবার বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারাবে তারা।

পিছিয়ে থাকা বাংলাদেশের জন‌্য ভয়ের কারণ, এই ফরম‌্যাটে এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই। অন‌্যদিকে আয়ারল‌্যান্ড প্রথম ম‌্যাচ জিতে রীতিমত উড়ছে। সিরিজের অতি গুরুত্বপূর্ণ ম‌্যাচটি চট্টগ্রামে আজ শুরু হবে সন্ধ‌্যা ৬টায়।

তিন দিনে দুই ম‌্যাচ হলে সচরাচর ফাঁকা দিনে দিনে অনুশীলন রাখে না কোনো দল। বাংলাদেশ দল গতকাল চট্টগ্রামে কোনো অনুশীলন করেনি। আয়ারল‌্যান্ডের ছিল অপশনাল। যেখানে প্রথম টি-টোয়েন্টি খেলা ক্রিকেটাররা কেউ ছিলেন না। বাকিরা কোচ হেনরিক মালানকে নিয়ে সাগর পাড়ের স্টেডিয়ামে ঘণ্টা দুয়েক সময় কাটিয়েছেন।

পল স্টারলিং নিয়মিত বাংলাদেশে আসেন। বিপিএল খেলার সুবাদে চট্টগ্রাম, সিলেট ও ঢাকায় ঘোরাফেরাও হয়েছে তার। গতকাল দুপুরে কয়েকজন সতীর্থকে নিয়ে হোটেলের বাইরে চলাফেরা করতে দেখা গেছে তাকে। গিয়েছিলেন শপিং করতে।

দুই দল শহরের সবচেয়ে দামি হোটেল র‌্যাডিসনে উঠেছে। দুই ফ্লোরে দুই দলের ঠিকানা। প্রথম ম‌্যাচের পারফরম‌্যান্সের ভিত্তিতে দুই দলে বিপরীতমুখী আবহে। বাংলাদেশ শিবির অস্বস্তি, সংকট, অস্থির সময় কাটাচ্ছে। আয়ারল‌্যান্ড একেবারেই চাপমুক্ত, ভারহীন, খোশমেজাজে।

প্রথম ম‌্যাচে বাজে বোলিং ও ব‌্যাটিংয়ে একেবারে ছন্নছাড়া ছিল লিটনের দল। সিরিজ শুরুর আগে দল বাছাই নিয়ে মন্তব‌্য করে বোমা ফাঁটিয়েছিলেন তিনি। তখনই বোঝা গিয়েছিল, দলের ভেতরের পরিস্থিতিও স্বস্তির নয়। মাঠেও তা স্পষ্ট বোঝা গেছে। দল নির্বাচন নিয়ে নির্বাচন ও অধিনায়ক দুই মেরুতে থাকায় প্রবল সমালোচনা হচ্ছে। বিশেষ করে নিজেদের কথা প্রক‌্যাশেই তারা বাইরে বলায় তৈরি হয়েছে হাস‌্যরস।

নিজেদের এই বিরোধের কারণে বিশ্বকাপের ঠিক আগে উটকো ঝামেলায় বাংলাদেশ। আয়ারল‌্যান্ডের বিপক্ষে এই দুই ম‌্যাচই বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক লড়াই। নিজেদের কম্বিনেশন সাজানো, সেরা একাদশ বাছাই, বোলিং-ব‌্যাটিংয়ের দূর্বলতা খুঁজে বের করার দারুণ সুযোগ ছিল। অথচ মাঠের বাইরের ইসু‌্যতে মাঠের ভেতরে চলছে অস্থিরতা।

বিষন্নতায় দিন কাটানো বাংলাদেশের আজকের লড়াই সিরিজ বাঁচানোর। প্রথম ম‌্যাচ হারের পর পুরো চাপ তো স্বাগতিকদের ঘাড়েই। সেই চাপ সামলে জিততে পারলেই কেবল হবে মুখ রক্ষা। নয়তো ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল‌্যান্ডের কাছেও হারাতে হবে শিরোপা।

প্রথম ম‌্যাচের ৩৯ রানের পরাজয়কে বড় মানতে নারাজ তাওহীদ হৃদয়। ১৮২ রানের লক্ষ‌্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ যেভাবে খেলেছে, যেভাবে হেরেছে সেই অর্থে চিন্তা করলে পরাজয়ের ব‌্যবধান বিশাল। কিন্তু ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়িয়ে শেষ দিকে যে লড়াইটা করেছে সেটা তাওহীদের কাছে গুরুত্বপূর্ণ। তার অপরাজিত ৮৩ রানের ইনিংসটি তার কাছে গুরুত্বপূর্ণ। আরেকজন সঙ্গী থাকলেই যে সমীকরণটা মিলিয়ে ফেলতে পারতেন তা খুব ভালোভাবেই টের পাচ্ছেন তিনি।

‘‘যদি আমাদের একটা বড় জুটি হতো, তাহলে খেলাটা অন্যরকম হতো। আমরা বেশি রানের ব‌্যবধানে হারিনি। শুধুমাত্র একটা জুটি হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা পরিস্থিতি হতে পারতো।’’ ব‌্যাটিং-বোলিংয়ে আয়ারল‌্যান্ড আজকে কঠিন সময় দেবে বাংলাদেশকে তা বলার অপেক্ষা রাখে না। অতিথিরা জিততে পারেনি টেস্ট সিরিজ। হেরেছে ২-০‌ ব‌্যবধানে। টি-টোয়েন্টি জিতে অন্তত সফরের শেষটা রঙিন করার অপেক্ষায় তারা। সেই চাওয়া পূরণ হলে বাংলাদেশ শিবিরকে হতাশায় ডুবে যেতেই হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT