1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে। শনিবার ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে মোট ৩০১ জন নিহত হয়েছে। এর ফলে মোট নিহতের সংখ্যা ৭০ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৯০০-তে পৌঁছেছে।

গত মাসে হামাসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাওয়ার পর এই ভয়াবহ মাইলফলকটি এসেছে। শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহেলা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, শনিবার সকালে আল-ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক নাগরিকের উপর ড্রোন বোমা ফেলে দুই ভাই জুমা এবং ফাদি তামের আবু আসি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি হলেও ইসরায়েল প্রতিনিয়ত তা লঙ্ঘন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT