গাজীপুর প্রতিনিধি || গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জোড় ইজতেমায় আসা আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজন। রবিবার (৩০ নভেম্বর) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
মারা যাওয়াদের মধ্যে আছেন সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার বাসিন্দা আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২)। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে তাকে গাজীপুর মেডিকেল নিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরজন হলেন, চট্টগ্রামের সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে মইনইউদ্দিন (১০০)। তিনি আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে মারা যান।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আরো দুই মুসল্লির মৃত্যু হয়েছে৷ একজন শ্বাসকষ্ট জনিত কারণে এবং অন্যজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচ দিনের জোড় ইজতেমায় আগত পাঁচ মুসল্লির মৃত্যু হলো।
গত শুক্রবার ফজরের নামাজের পর গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজিত পাঁচ দিনের জোড়। আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোড় ইজতেমার সমাপ্তি হবে।