1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে দমাতে অস্ট্রেলিয়ার নতুন ফাঁদ বিয়ে করলেন জাদুকর-কন্যা মৌবনী সালাহকে বেঞ্চে বসিয়ে স্লট বললেন, ‘সে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভারপুলের জন্য’ ট্রাম্পের ‘অবৈধ হুমকি’ মোকাবিলায় ওপেকের সহায়তা চান মাদুরো ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব ঝিনাইদহে বিনামূল্যে সার ও বীজ পেলেন ২৫০০ কৃষক শাহমখদুম বিমানবন্দরে ঝুঁকি মোকাবিলায় যৌথ নিরাপত্তা মহড়া পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার দেখা হয়েছে
পাবনায় সরকারি প্রাথমিক স্কুলগুলোতে সহকারী শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই সোমবার শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা

পাবনা প্রতিনিধি || তিন দফা বাস্তবায়নের দাবিতে পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এরই মধ্যে সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা। স্কুলগুলোতে পরীক্ষা নিতে দেখা গেছে প্রধান শিক্ষকদের।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা। তারা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত হচ্ছে স্বীকার করলেও তারা নিরুপায় বলে জানান।

সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা খাতুন বলেন, ‍“সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও, কর্তৃপক্ষের নির্দেশ আসছে, বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নিতে হবে। তাই নিজেদের চেষ্টায়, আমি আমার কৌশলে শিশুদের বার্ষিক পরীক্ষা নিচ্ছি।” একার পক্ষে পরীক্ষা নিতে সমস্যা ও কষ্টের কথা জানান তিনি।

পাবনা পৌর সদরের শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন ও সাইদ উল ইসলাম জানান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি; এই তিন দাবিতে তাদের আন্দোলন। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে কর্মবিরতি চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পাবনার যুগ্ম-আহ্বায়ক মোকাররম হোসেন এবং পাবনা সদর উপজেলা শিক্ষা কমিটির শিক্ষক প্রতিনিধি আরিছুর রহমান হীরা জানান, কোমলমতী শিশুদের বার্ষিক পরীক্ষার সময় আন্দোলন করায় তাদেরও কষ্ট হচ্ছে। তারা নিরুপায়। দাবি পূরণের আশ্বাস দিয়ে এখন তা বাস্তবায়ন করা হচ্ছে না। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সরকারের কাছে তারা আহ্বান জানান, দ্রুত দাবি বাস্তবায়ন করে শিশু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়ার।

এদিকে, বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবক মহল। শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় দুজন অভিভাবক ফারজানা আক্তার ও শারমিন আক্তার তমার। তারা জানান, বার্ষিকী পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকদের এমন সময় আন্দোলন কাম্য নয়। ক্ষতি তো সন্তানের হচ্ছে। ভালো পরীক্ষা দিতে না পারলে ভালো রেজাল্ট করে পরবর্তী ক্লাসে তাদের সন্তানরা উঠবে কীভাবে এমন প্রশ্ন তাদের। জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন এই দুই অভিভাবক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT