আন্তর্জাতিক ডেস্ক || দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলা থেকে মুক্তি পেতে ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার এই ক্ষমা প্রার্থনার পক্ষে তিনি যুক্তি দিয়ে বলেছেন, ফৌজদারি মামলা তার শাসন ক্ষমতায় বাধা সৃষ্টি করছে এবং ক্ষমা ইসরায়েলের জন্য ভালো হবে।
ইসরায়েলে দীঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা চলছে। তবে নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে নেতানিয়াহুর আইনজীবীরা বলেছেন, প্রধানমন্ত্রী এখনো বিশ্বাস করেন যে আইনি প্রক্রিয়ার ফলে তিনি সম্পূর্ণ খালাস পাবেন।
নেতানিয়াহু তার রাজনৈতিক দল লিকুদ প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও বিবৃতিতে বলেছেন, “আমার আইনজীবীরা আজ দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করে একটি অনুরোধ পাঠিয়েছেন। আমি আশা করি দেশের মঙ্গল কামনাকারী যে কেউ এই পদক্ষেপকে সমর্থন করবেন।”
প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের অফিস জানিয়েছে, অনুরোধটি গৃহীত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে হার্জোগকে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে ক্ষমা করার কথা বিবেচনা করার জন্য তাকে অনুরোধ করেছেন। ট্রাম্পের যুক্তি ছিল, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাটি ‘একটি রাজনৈতিক, অযৌক্তিক মামলা।’