1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || আয়ারল‌্যান্ডকে সিরিজ নির্ধারণী ম‌্যাচে মাত্র ১১৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশ ব‌্যাটসম‌্যানরা ছিলেন দিশেহারা। মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পেয়েছেন ৩টি করে উইকেট।

বোলারদের বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংও ছিল দারুণ। গ্রাউন্ডস ফিল্ডিংয়ে উন্নতি হয়েছে বোঝা গেল তানজিদ হাসান তামিমের বিশ্ব রেকর্ড ছোঁয়াতে। ফিল্ডিংয়ে ৫ ক‌্যাচ নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ফিল্ডারদের ৫ ক‌্যাচ নেওয়ার যৌথভাবে বিশ্ব রেকর্ড এটি। এর আগে মালদ্বীপের ওয়েডাগে জানাকা মালিন্দা কাতারের বিপক্ষে দোহায় ও সুইডেনের সেদিক সাহাক ম‌্যাচে ৫টি করে ক‌্যাচ নিয়েছেন। তানজিদ তৃতীয় খেলোয়াড় হিসেবে এই ক্লাবে ঢুকলেন।

তবে তানজিদের শুরুর ফিল্ডিং যুৎসই ছিল না। ইনিংসের শুরুতে আলগা ফিল্ডিংয়ে একটি চার বেরিয়ে যায় তার হাতের নিচ দিয়ে। এরপর সতর্ক হয়ে যান তানজিদ। দারুণ মনোযোগী হয়ে কোনো ভুল না করে ৫ ক‌্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডের পাতায় তিনি। ইনিংসের শেষ ৫ ক‌্যাচের প্রতিটি নেন তানজিদ। গ‌্যারেথ ডেলানিকে দিয়ে শুরু। রিশাদের বলে ডেনালির ক‌্যাচ দেন ব‌্যাকওয়ার্ড পয়েন্টে।

এরপর মোস্তাফিজুর রহমানের বলে মার্ক অ‌্যাডায়ার ক‌্যাচ দেন লং অনে। অনেকটা পথ দৌড়ে সামনে এসে ক‌্যাচ নেন তানজিদ। ওই ওভারেই ম‌্যাথু হ‌্যামপ্রিস ক‌্যাচ দেন একই ঠিকানায়। শেষ দুই ওভারে জর্জ ডকরেল ও বেন হোয়াইটকে লুফে নিয়ে তানজিদ ‘৫ ক‌্যাচের’ কোটা পূরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT