1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
১৬ ডিসেম্বরের আগে মোবাইল ফোন বন্ধ করা হবে না: মন্ত্রণালয় - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

১৬ ডিসেম্বরের আগে মোবাইল ফোন বন্ধ করা হবে না: মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে, এ ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ১৬ ডিসেম্বরের আগে সচল থাকা কোনো মোবাইল ফোনই বন্ধ করা হবে না। জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বুধবার (৩ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ ডিসেম্বর সচিবালয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দপ্তরে মোবাইল ফোন আমদানির শুল্ক হার পরিবর্তন এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো—

১. প্রবাসীদের জন্য ৬০ দিন ফোন রেজিস্ট্রেশন ছাড়
দেশে ছুটি কাটাতে এলে প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এর বেশি থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।

২. প্রবাসীদের তিনটি ফোন ফ্রি নিয়ে আসার সুযোগ
বিএমইটি নিবন্ধনকারীরা নিজের ব্যবহৃত ফোন ছাড়াও দুটি নতুন ফোন অতিরিক্ত ফ্রিতে দেশে আনতে পারবেন। চতুর্থ ফোনে শুল্ক দিতে হবে।

যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন ফ্রিতে আনতে পারবেন।

চোরাচালান রোধে বিদেশ থেকে কেনা ফোনের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

৩. বৈধ পথে স্মার্টফোন আমদানির শুল্ক কমছে
বর্তমানে প্রায় ৬১ শতাংশ শুল্ক নির্ধারিত। সরকার শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমানোর কাজ শুরু করেছে, যাতে বৈধ পথে আমদানিকৃত ফোনের দাম বাজারে কমে আসে।

৪. স্থানীয়ভাবে উৎপাদিত ফোনেও শুল্ক–ভ্যাট সমন্বয়
আমদানি শুল্ক কমালে দেশের ১৩–১৪টি মোবাইল কারখানার উৎপাদিত ফোনেও শুল্ক–ভ্যাট সমন্বয় করতে হবে, নয়ত বিদেশি বিনিয়োগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

৫. নিজের নামে সিম নিবন্ধনের পরামর্শ
সাইবার অপরাধ, অনলাইন জুয়া, স্ক্যামিং ও মোবাইল ব্যাংকিং–সংক্রান্ত প্রতারণায় আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার হচ্ছে কি না, এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

৬. অবৈধ আমদানিকৃত ফোনে শুল্ক দিয়ে বৈধতার সুযোগ
১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা বৈধ IMEI–যুক্ত অবৈধ স্টক ফোনের তালিকা বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। তবে, ক্লোন ও রিফারবিশড ফোনকে কোনোভাবেই বৈধ করা হবে না।

৭. মন্ত্রণালয় আবারও নিশ্চিত করছে, ১৬ ডিসেম্বরের আগে নেটওয়ার্কে সংযুক্ত থাকা কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না।

১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে NEIR
NEIR কার্যকর হওয়ার পর বৈধ IMEI–বিহীন হ্যান্ডসেট নিষিদ্ধ হবে।

ভারত, থাইল্যান্ড এবং চীন থেকে আগত ফ্লাইটগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই কাস্টমসে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।

ডেটা সুরক্ষায় কঠোর ব্যবস্থা
প্রস্তাবিত ‘টেলিযোগাযোগ (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-এ সিম eKYC ও IMEI রেজিস্ট্রেশন তথ্য সুরক্ষায় নতুন ধারা সংযোজন করা হয়েছে। এসব তথ্য অবৈধভাবে ব্যবহার বা ফাঁস করলে শাস্তির বিধান রাখা হয়েছে।

অযথা ভয় সৃষ্টি বা গুজব ছড়ানো থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT