1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
প্রেমিকের সঙ্গে বিদেশে অবসর যাপন, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট তারা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

প্রেমিকের সঙ্গে বিদেশে অবসর যাপন, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট তারা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে
বীর পাহাড়িয়া, তারা সুতারিয়া

বিনোদন ডেস্ক || ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। জোর গুঞ্জন উড়ছে, নতুন প্রেমে মজেছেন তিনি। তার প্রেমিক অন্য কেউ নন, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি, অভিনেতা বীর পাহাড়িয়া।

তারা-বীরের প্রেম নিয়ে ফিসফাস অনেক দিন ধরেই চলছে। কয়েক মাস আগে প্রমোদতরীতে একসঙ্গে ছুটি কাটান এই যুগল। কয়েক দিন আগে প্রেমিকের সঙ্গে মালদ্বীপে জন্মদিন উদযাপন করে হইচই ফেলে দেন এই অভিনেত্রী।

তারা-বীরের বিদেশে ছুটি কাটানোর নানা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ নিয়ে মাথাব্যথা নেই তারা-বীরের। ব্যক্তিগত জীবন নিয়ে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন তারা সুতারিয়া। এ অভিনেত্রী বলেন, “আমি আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে খুবই রক্ষণশীল; যা শেয়ার করতে স্বাচ্ছন্দ বোধ করি, কেবল তাই শেয়ার করি, বাকি সব আমি রেখে দিই।”

২০১৯ সালে বলিউডে অভিষেক হয় তারা সুতারিয়ার। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে শিখেছেন, সবকিছু ব্যক্তিগতভাবে নিতে নেই। এ অভিনেত্রী বলেন, “আমি খ্যাতির সঙ্গে আসা নজরদারি ও মনোযোগকে সৌজন্য ও দূরদৃষ্টির সঙ্গে সামলাই। আমি শিখেছি সবকিছু ব্যক্তিগতভাবে নিতে হয় না, তবে মনোযোগটা ভালোবাসার দিকে দিতে হয়।”

জনসাধারণের মনোযোগ অত্যধিক হলে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাকে সাহায্য করেন। এ তথ্য উল্লেখ করে তারা সুতারিয়া বলেন, “এ পরিস্থিতিতে একটু দূরে সরে আসি, বিচ্ছিন্ন হয়ে যাই এবং নিজের কেন্দ্রে ফিরে আসি। এ সময়ে আমার পরিবার, ঘনিষ্ঠ বন্ধুরাই আমাকে স্থির ও সুস্থ রাখে।”

এর আগে দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের মার্চ মাসে ল্যাকমে ফ্যাশন উইকে শো-স্টপার হয়ে প্রথমবার একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন তারা-বীর। এ মঞ্চে তাদের মাঝে প্রেমের ঝলক দেখা দেয়। গত জুলাই মাসের দিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বীর-তারা দুই মাসের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।

এর আগে অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা সুতারিয়া। সুযোগ পেলেই এ জুটি ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে। ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে। তবে ২০২৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় এই সম্পর্ক। এরপর গুঞ্জন চাউর হয়, ‘জিসম টু’খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ নিয়ে কোনো কথা বলেননি এই যুগল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT