1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তিন সেঞ্চুরির ম‌্যাচ, রান উৎসবে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন

তিন সেঞ্চুরির ম‌্যাচ, রান উৎসবে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বিরাট কোহলি ও রিতুরাজ গাইগোয়াড সেঞ্চুরি করে দলের রান নিয়ে গেলেন চূড়ায়। লোকেশ রাহুলের শেষ ঝড়ে মেলে প্রশান্তি। জোড়া সেঞ্চুরির জবাব আইডেন মার্করাম দিলেন সেঞ্চুরিতে। সঙ্গে আরো কয়েকটি ঝড়ো ইনিংস। তাতে দক্ষিণ আফ্রিকা রান পাহাড় টপকে যায় অতি সহজে।

৭৫০ রানের উৎসবের ম‌্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়ে তিন ম‌্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। রায়পুরে আগে ব‌্যাটিং করতে নেমে ভারত ৫ উইকেটে ৩৫৮ রান করে। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪ বল আগেই লক্ষ‌্যে পৌঁছে যায়। দুই দলের লড়াইয়ে এর আগে এতো রান হয়নি কোনো ম‌্যাচে। নতুন ইতিহাস লিখার দিনে দক্ষিণ আফ্রিকার মুখে ফুটল শেষ হাসি।

বিরাট কোহলি ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন। যা ক্রিকেট বিশ্বের আর কেউ করতে পারেনি। ইয়াসভি জয়সয়াল ২২ ও রোহিত শর্মা ১৪ রানে আউট হওয়ার পর বিরাট ও রিতুরাজ জুটি বাঁধেন। ৬২ রানে দুই ওপেনারকে হারানোর পর দুই সেঞ্চুরিয়ান ১৯৫ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে এটিই ভারতের সর্বোচ্চ রানের জুটি।

এ সময়ে সেঞ্চুরি তুলে নেন রিতুরাজ। ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি। তার উদপানের পরপরই বিরাট পৌঁছে যান ল‌্যান্ডমার্কে। আগের ম‌্যাচেই রাঁচিতে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। টানা দুই সেঞ্চুরিতে নিজের রেকর্ড নতুন করে ভাঙলেন তিনি। ওয়ানডেতে এবার নিয়ে এগারতম বার দুই ম‌্যাচে দুই সেঞ্চুরি পেয়েছেন বিরাট। সাজঘরে ফেরার আগে ৯৩ বলে ১০২ রান করেন ৭ চার ও ২ ছক্কায়। রিতুরাজ ৮৩ বলে ১২ চার ও ২ ছক্কায় করেন ১০৫ রান।

ভারতের শেষ দিকের ব‌্যাটিং টেনেছেন লোকেশ রাহুল ও জাজেদা। রাহুল ৪৩ বলে ৬৬ রান করেন ৬ চার ও ২ ছক্কায়। জাদেজা ২ চারে ২৭ বলে করেন ২৪ রান। দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ছিলেন মার্কো জানসেন। ৬৩ রানে ২ উইকেট নেন তিনি।

প্রোটিয়ারা জবাব দিতে নেমে ২৬ রানে ডি ককের উইকেট হারায়। সেখান থেকে প্রতি আক্রমণে গিয়ে রান তোলেন মার্করাম ও বাভুমা। মার্করাম তিন অঙ্ক ছুঁয়ে স্বস্তি ফেরালেও বাভুমা ৪ রানের আক্ষেপে পুড়েন। পঞ্চাশ থেকে ৪ রান দূরে থাকতে আউট হন প্রোটিয়া অধিনায়ক। মার্করাম হাল ছাড়েননি। রান তাড়ায় বিন্দু পরিমাণে চাপ না নিয়ে ব‌্যাটিং করে ক‌্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন। ৯৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১১০ রান করেন তিনি।

ম‌্যাচের মোড় এরপর পাল্টে দেন ব্রিটস্কি ও ব্রেভিস। চার-ছক্কার সমারোহে দুজন রান তাড়া মামুলী বানিয়ে ফেলেন। ব্রিটস্কি ৬৪ বলে করেন ৬৮ রান। ৫ চারে নিজের ইনিংসটি সাজান তিনি। ৫ ছক্কা ও ১ চারে ৩৪ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেভিস। শেষটা রাঙিয়ে দেন করবিন বোচ। ১৫ বলে ২৯ রান করেন ৪ বাউন্ডারিতে।

অঙ্কের মতো হিসেব মিলিয়ে পুরো ইনিংসে ব‌্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। তাইতো রানের পাহাড় পেরোতে তাদের কোনো ঝামেলাই হয়নি। শিশিরের প্রভাব থাকায় ভারতের বোলাররা কঠিন পরীক্ষা দিয়েছে। আর্শদ্বীপ ও প্রসিদ্ধ কৃষ্ঞা ২টি করে উইকেট নেন।

ম‌্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মার্করাম।

আগামী ৬ ডিসেম্বর বিশাকপত্তনমে সিরিজের শেষ ম‌্যাচ অনুষ্ঠিত হবে। ১-১ সমতা থাকায় ম‌্যাচটা অলিখিত ফাইনালে রূপ নিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT