1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট কর্মবিরতি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট কর্মবিরতি

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি || বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত।

কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চার ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। বিশেষ করে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগত সেবাপ্রার্থীদের মধ্যে হতাশা দেখা দেয়। কর্মবিরতি শেষ হলে স্যাম্পল কালেকশন বুথগুলোতে রোগীদের ভিড় দেখা যায়।

সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা হাসপাতালের সামনে সমাবেশ করেন। তারা বলেন, পদ সৃষ্টি হওয়ার পর থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কোনো পদোন্নতির সুযোগ রাখা হয়নি। বহুবার আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। তাদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বিষয়টি উপস্থাপিত হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে দাবি বাস্তবায়ন স্থবির হয়ে আছে।

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি না মানলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। সমাবেশে সাইদুর রহমান, অসিম কুমার ঘোষ, মাসুম আল রশিদ, জহুরুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।

তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনেক কর্মীও আন্দোলনে অংশ নেন। এর আগের দুই দিনও একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT