1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ধর্মের টানে অভিনয় ছাড়লেন চিত্রনায়িকা মৌ খান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ধর্মের টানে অভিনয় ছাড়লেন চিত্রনায়িকা মৌ খান

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে
নায়িকা মৌ খান

বিনোদন ডেস্ক || ধর্মের টানে অভিনয়কে বিদায় জানালেন ঢাকাই সিনেমার নায়িকা মৌ খান। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিনেত্রী তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই ঘোষণা দেন। বাকি জীবন দ্বীনের আলোয় কাটানোর পরিকল্পনার কথাও জানান এই অভিনেত্রী।

‘অমানুষ হলো মানুষ’ সিনেমার নায়িকা মৌ খান বলেন, “আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি, এজন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।”

অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়ে মৌ খান বলেন, “আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত।”

নায়িকা মৌ খান

বাকি জীবন ইসলামের রীতিনীতি মেনে কাটানোর অঙ্গীকার করে মৌ খান বলেন, “জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (স.)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।”

মৌ খানের হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। বাকি কাজগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পরিচালকদের উদ্দেশ্যে মৌ খান বলেন, “যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে, আমি তা শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।”

নায়িকা মৌ খান

কৃতজ্ঞতা প্রকাশ করে মৌ খান বলেন, “আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন, যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।”

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে মৌ খানের। মোহাম্মদ আসলাম পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন—জায়েদ খান, শাহরিয়াজ। গত বছর তাকে নিয়ে মনতাজুর রহমান আকবর নির্মাণ করেন ‘অমানুষ হলো মানুষ’ সিনেমা। এতে তার সহশিল্পী ছিলেন ডিপজল, জয় চৌধুরী।

নায়িকা মৌ খান

‘মাফিয়া’ নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মৌ খান। এটি পরিচালনা করেন শাহীন সুমন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো—‘বাহাদুরী’, ‘যেমন বউ তেমন জামাই’, ‘তবুও প্রেম দামী’, ‘বাংলার হারকিউলিস’, ‘বান্ধব’, ‘জ্বলছি আমি’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT