1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ক্লিভেজ নিয়ে খোঁচা, চটেছেন নায়িকা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ক্লিভেজ নিয়ে খোঁচা, চটেছেন নায়িকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে
অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর

বিনোদন ডেস্ক || ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। তার মুখে বইছে হাসির ঢেউ। গায়ে কালো রঙের ওয়ান পিস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিতে শ্রীনন্দার ক্লিভেজ স্পষ্ট। অভিনেত্রী তার এই ছবির ক্যাপশনে লেখেন, “বয়স শুধুই একটি সংখ্যা। পরিপক্কতা একটি পছন্দ। যতক্ষণ না তোমার আত্মায় বলিরেখা পড়ে। খুব শিগগির ৪৫ বছর পূর্ণ করতে যাচ্ছি।”

শ্রীনন্দাকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ বাঁকা চোখেও দেখেছেন। রত্না হিয়া নামে একজন লেখেন—“পিসি মানে মম পিসি রেগে যাবে কিন্তু।” আর এই মন্তব্য শ্রীনন্দারও নজরে পড়েছে। খানিকটা চটেছেনও বটে! কারণ ‘পিসি’ শব্দটি দিয়ে অভিনেত্রী মমতা শঙ্করের কথা বুঝিয়েছেন রত্না হিয়া।

মমতা শঙ্কর সম্পর্কে শ্রীনন্দার ফুফু। এর আগে নারীর শাড়ির আঁচল, ঋতুস্রাব ভিন্ন মত প্রকাশ করে রোষানলে পড়েছিলেন। পরে মমতাকে আক্রমণ করে মন্তব্য করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও। রত্না হিয়া কৌশলে ফুফু মমতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ইঙ্গিতপূর্ণভাবে তার দাবি—“এই পোশাকে আপনাকে দেখলে আপনার ফুফু রেগে যাবেন।”

শ্রীনন্দার এই ছবিকে কেন্দ্র করে জটিলতার সূচনা

পরে রত্না হিয়ার মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শ্রীনন্দা। এ পোস্টে খানিকটা ক্ষোভ ঝারেন। ফেসবুকের জন্য নিয়মিত কনটেন্ট তৈরি করেন শ্রীনন্দা। তা স্মরণ করে এ অভিনেত্রী লেখেন, “আমি যে দিন পুরোপুরি উপেক্ষা করব, সেদিন থেকে আর কোনো কনটেন্ট তৈরি করব না। সুতরাং আমাকে উপেক্ষা করতে বলবেন না। আপনি যদি চান আপনার জন্য কনটেন্ট বানাই, তাহলে আমাকে সম্মান করতে দেন (এটা সবার জন্য নয়)।”

ক্লিভেজ প্রসঙ্গে শ্রীনন্দা লেখেন, “এক ইঞ্চি ক্লিভেজ দেখলেই যখন আপনি অদ্ভুত আচরণ করেন, তাহলে আমার কনটেন্ট দেখুন। কিন্তু ভালো দর্শক হওয়ার চেষ্টা করুন। না দেখার সিদ্ধান্তও আপনার নিজের। আমার পরিবারিক নাম আমার দিকে ছুঁড়ে দেওয়া ভীষণ বোকামি।”

নারীর পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মমতা শঙ্কর

স্পষ্ট ভাষায় সতর্ক করে শ্রীনন্দা লেখেন, “আমি যা খুশি পরব, আমার নিজের পেজে “F*** আর S***” বা যেকোনো শব্দ বলব। আপনি কী দেখবেন আর কোন দৃষ্টিতে দেখবেন, সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে!”

শ্রীনন্দার স্পষ্ট এই অবস্থানকে সমর্থন জানিয়ে অনেকে এই পোস্টে মন্তব্য করেছেন। অনেকে তার প্রশংসাও করছেন।

অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর

সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’, সুমন ঘোষের ‘বসুপরিবার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন শ্রীনন্দা। বলা যায়, টলিউডের প্রথম সারির সব নির্মাতার সঙ্গেই কাজ করেছেন এই নৃত্যশিল্পী। তবে গত কয়েক বছর ধরে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে বসবাস করছেন। সেখানে সংসার, কাজ নিয়ে সময় কাটছে তার। আপাতত অভিনয়ে নেই, তবে ভালো কাজের প্রস্তাব পেলে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT