1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
লন্ডন-দিল্লি-পিন্ডিতে বসে রাজনীতি চলবে না: সাদিক কায়েম - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

লন্ডন-দিল্লি-পিন্ডিতে বসে রাজনীতি চলবে না: সাদিক কায়েম

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভিপি সাদিক কায়েম।

ঠাকুরগাঁও প্রতিনিধি || “লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না” এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “নতুন বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্ত হবে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, কোনো বিদেশি প্রেসক্রিপশন নয়।”

শনিবার (৬ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। সেখানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণদের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন ভিপি সাদিক।

তিনি বলেন, “গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণরা সিদ্ধান্ত নিলে বাংলাদেশ বদলে যাবে। তার দাবি, জুলাই মাসের আন্দোলনে তরুণ নেতৃত্বই সারাদেশে ‘নীরব বিপ্লব’ সৃষ্টি করেছে।”

সাদিক কায়েম আরো বলেন, “১৬ বছরের বিভাজনের কারণে বিভিন্ন আন্দোলন সফল হয়নি কিন্তু তরুণরা নেতৃত্ব দিলে আন্দোলন সফলতা পেয়েছে। শহীদদের আত্মত্যাগই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে।”

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দেশের তরুণ প্রজন্ম এখন ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি ঝুঁকছে।”

বক্তব্যে তিনি ঠাকুরগাঁও বিমানবন্দরের অচলাবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, “ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল। কিন্তু ভারতের চাপে তা বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে আর কোনো দেশের প্রেসক্রিপশন চলবে না।”

তিনি আশ্বাস দেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা বিমানবন্দর পুনরায় চালু করার উদ্যোগ নেবেন। পাশাপাশি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

গত ১৬ বছরের রাজনৈতিক ব্যবস্থাকে তিনি ‘ফ্যাসিবাদী কাঠামো’ বলে উল্লেখ করে বলেন, “এর নেতিবাচক প্রভাব দেশের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিতে পড়েছে।”

সেসময় তিনি সীমান্তে হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, “তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকে, তাহলে নতুন গণজোয়ার সৃষ্টি হবে। উত্তরবঙ্গের কৃষিসম্পদই ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার। প্রধান বক্তা ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন। এছাড়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা এবং জাতীয় গণশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT