1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

এনসিপির নেতৃত্বে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে
সংবাদ সম্মেলনে জোট ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নিজস্ব প্রতিবেদক || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি নিয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই জোট ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জোটের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘২৪-এর পরে গত দেড় বছরে আমাদের অনেক জায়গায় হতাশা রয়েছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানা শক্তি নানাভাবে সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এ অবস্থায় সংস্কারের পক্ষে আমরা তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে।’’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘‘এটা কেবল নির্বাচনী জোট না, এটা রাজনীতিক জোটও। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও অনেকগুলো রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে, এক মার্কায় নির্বাচন করব।’’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘‘কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে, কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে, তারা সফল হবে না।’’

জোট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT