1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
পাবিপ্রবির মানবিক অনুষদের ডিন হলেন হুমায়ূন কবীর - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

পাবিপ্রবির মানবিক অনুষদের ডিন হলেন হুমায়ূন কবীর

পাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে
অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর।

পাবিপ্রবি প্রতিনিধি || পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীরকে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন নিযুক্ত করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) তিনি অনুষদে যোগ দেন। তিনি প্রায় ১৪ বছর পাবিপ্রবিতে শিক্ষকতা করছেন। তার জন্ম পাবনার ঈশ্বরদী উপজেলায়। বাবা মীর হান্নানুর রহমান এবং মা হাসিনা বানু।

২০১২ সালের ৫ জানুয়ারি তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ২০২৪ সালের ২ এপ্রিল অধ্যাপক পদে উন্নীত হন। ড. কবীর বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক হিসেবেও তিনি নিযুক্ত রয়েছেন।

ড. কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে ২০০৭ সালে স্নাতক এবং ২০০৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণি অর্জন করেন। ২০১৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধীনে এম ফিল এবং ২০২১ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. কবীরের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে সিকান্দার আবু জাফর ও সাঈদ আহমদের নাটক (ভাষাপ্রকাশ, ঢাকা ২০১৮), আনিস চৌধুরীর নাটক: জীবন ও শিল্প (বেঙ্গল পাবলিকেশন্স, ঢাকা ২০১৭), রবীন্দ্রনাথ: তৃতীয় দশ বছর (মূর্ধন্য, ঢাকা ২০১২) প্রভৃতি অন্যতম।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাহিত্য পত্রিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাহিত্যিকী, বাংলা একাডেমি পত্রিকা, শিল্পকলা ষাণ্মাসিক বাংলা গবেষণা পত্রিকাসহ বিভিন্ন স্বীকৃত গবেষণা পত্রিকায় তার প্রবন্ধ রয়েছে।

ডিন হিসেবে যোগদান করে অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর বলেন, ‘‘মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার অনুকূল পরিবেশ তৈরি, বিভাগগুলোর ক্লাস-পরীক্ষা গতিশীল রাখা এবং অনুষদের তত্ত্বাবধানে নিয়মিত সেমিনার আয়োজনের দিকে আমার লক্ষ্য থাকবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT