1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আমদানি শুরু হওয়ায় চট্টগ্রামে পেঁয়াজের দামে ধস - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

আমদানি শুরু হওয়ায় চট্টগ্রামে পেঁয়াজের দামে ধস

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি || আমদানি শুরু হতেই চট্টগ্রামে পেঁয়াজের দামের বড় পতন হয়েছে। দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজিতে পেঁয়াজের দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে। আর খুচরা বাজারে দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা কমেছে। পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকলে দাম আরো কমে আসবে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।

সোমবার (৮ ডিসেম্বর) খাতুনগঞ্জের পাইকারি বাজার ও পেঁয়াজের আড়তে খোঁজ নিয়ে জানা গেছে, আজ পেঁয়াজের দামে ধস নেমেছে। যারা কয়েক দিন ধরে পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন, তারা সব পেঁয়াজ বাজারে তুলেছেন বিক্রির জন্য। এতে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজ আমদানি রবিবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হলেও চট্টগ্রামের বাজারে এই পেঁয়াজ আসতে আরো ২-৩ দিন লাগবে। দাম অতিরিক্ত কমে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা মজুদ পেঁয়াজ বাজারে ছেড়ে দিয়েছেন। এতে দাম কমতে শুরু করেছে।

খাতুনগঞ্জে পেঁয়াজের ব্যবসায় জড়িত আবুল হাশেম চৌধুরী জানান, শনিবার (৬ ডিসেম্বর) খাতুনগঞ্জে যে পেঁয়াজ পাইকারিতে কেজি ১১০ থেকে ১২৫ টাকায় বিক্রি হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সেই পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে।

এই ব্যবসায়ী জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর পাশাপাশি দেশীয় মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। ফলে দাম আরো কমে যাবে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘‘আমদানি অনুমতির কথা প্রচার হতেই আড়তে দামের বড় পতন ঘটেছে। দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় এবং মুড়িকাটা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। যারা আগে বেশি দামে পেঁয়াজ তুলেছিলেন, তারা এখন লোকসান দিয়ে পেঁয়াজ বাজারে ছেড়ে দিচ্ছেন।’’

পেঁয়াজের আড়তদার মাহবুবুল আলম বলেন, ‘‘একদিনে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কমেছে। আগামী কাল বা পরশুর মধ্যে দাম আরো কমে যাবে। অনেক ব্যবসায়ী ১০০ টাকার উপরে দাম দিয়ে পেঁয়াজ কিনেছিলেন। তারা এখন লোকসান দিয়ে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। আমদানির খবরে অনেক ব্যবসায়ীকে লোকসানের মুখে পড়তে হয়েছে।’’

শনিবার (৬ ডিসেম্বর) বাজারে যে পেঁয়াজ ১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ সোমবার (৮ ডিসেম্বর) বাজারে সেই পেঁয়াজের কেজি ৯০ টাকা। কেজিতে কমে গেছে ৩০ টাকা।

পাইকারি বাজারে পেঁয়াজের দামে বড় পতন হলেও খুচরা বাজারে তুলনামূলক দাম আশানুরূপ কমেনি। শনিবার (৬ ডিসেম্বর) যে পেঁয়াজ খুচরায় প্রতিকেজি ১৪০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ রবিবার (৭ ডিসেম্বর) বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলেছেন, খুচরা বাজারে দাম কমে আসতে আরো দু-এক দিন লাগবে। এক সপ্তাহের মধ্যে খুচরা বাজারে পেঁয়াজের মূল্য ৭০ টাকার নিচে নেমে আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT