1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শেষ রাউন্ডে প্রথম জয় ঢাকার - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শেষ রাউন্ডে প্রথম জয় ঢাকার

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || জাতীয় ক্রিকেট লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ঢাকা বিভাগ ছিটকে গেছে। শেষ রাউন্ডের ম্যাচটি ঢাকা বিভাগের জন্য ছিল অনেকটাই নিয়ম রক্ষার।

আগের ছয় ম্যাচে পাঁচটি ড্র ও একটিতে হেরেছিল তারা। সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পায় ঢাকা। চট্টগ্রাম বিভাগকে স্রেফ উড়িয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ জিতেছে তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস এবং ১৯২ রানের বিশাল ব্যবধানে জিতেছে ঢাকা বিভাগ। ফলোয়নে পড়া চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ১৫৮, দ্বিতীয় ইনিংসে ১৯১ রান করে। এর আগে তিন সেঞ্চুরিতে ঢাকা বিভাগের রান ছিল ৬ উইকেটে ৫৪১।

আশিকুর রহমান শিবলি ১০০, আনিসুল ইসলাম ১৮৬ এবং মার্শাল আইয়ুব ১৬৫ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অভিষেকে ১৮৬ রানের ইনিংস খেলা আনিসুল।

মিরপুরের উইকেট ১৪ উইকেটের সাক্ষী হয়েছে৷ ৬ উইকেটে ৯৪ রানে দিন শুরু করে চট্টগ্রাম। প্রথম সেশনে দেড় ঘণ্টা খেলাতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ৪ উইকেট হারায় ৬৪ রান যোগ করতে। ১৫৮ রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে তারা।

বল হাতে ঢাকার তিন পেসার রিপন মণ্ডল, সুমন খান ও সালাহউদ্দিন শাকিল ৩টি করে উইকেট নেন।

৩৮৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আবার বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ইয়াসির আলী রাব্বী, মাহমুদুল হাসান জয় ও ইরফান শুক্কুরদের ব্যাটিং ব্যর্থতায় ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। সেখান থেকে নাইম হাসানের ৩৭ ও হাসান মুরাদের ৫৮ রানে পরাজয়ের ব্যবধান কমায় চট্টগ্রাম।

দ্বিতীয় ইনিংসে রিপন ও সুমন ২টি করে উইকেট নেন। ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন নাজমুল ইসলাম অপু।

ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা। সব মিলিয়ে তাদের পয়েন্ট ১৯।

এদিকে ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন মার্শাল। তার হাতে আজ সম্মাননা স্মারক তুলে দিয়েছে বিসিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT