1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন দিব্যা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন দিব্যা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || বলিউড অভিনেত্রী, নির্মাতা ও প্রযোজক দিব্যা খোসলা কুমার। ক্যারিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন। ব্যক্তিগত জীবনে স্বনাধন্য প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারের সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির ১৪ বছর বয়সি একটি পুত্রসন্তানও রয়েছে।

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ভেঙে যাচ্ছে ৩৮ বছরের দিব্যার সংসার। এ নিয়ে খোলামেলা প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া রেডিটে প্রশ্নোত্তর পর্বে দিব্যা খোসলা বলেন, “না, এমন কিছুই ঘটছে না। কিন্তু মিডিয়া খুব করে চায় এটি হোক।”

বলিউডের ‘টক্সিসিটি’ নিয়ে প্রশ্ন করা হলে দিব্যা খোসলা বলেন, “বলিউড এমন একটি ইন্ডাস্ট্রি যার চারপাশে কুমির আছে। আপনি অনুভব করেন, এর মধ্য দিয়ে আপনি আপনার নিজের পথ খুঁজে নিচ্ছেন।”

সততা ও স্বকীয়তার গুরুত্ব ব্যাখ্যা করে দিব্যা বলেন, “আমার মনে হয়, সবচেয়ে জরুরি বিষয় নিজের প্রতি সৎ থাকা। আমি কখনো কাজ পাওয়ার জন্য নিজের আত্মাকে বিক্রি করব না। কাজ যদি পাই তো ভালো, না পেলে তা-ও ঠিক আছে। আরো গুরুত্বপূর্ণ হলো—আপনি যখন ওপরে পৌঁছাবেন, তখন আপনার সঙ্গে যেন ভালো কর্মফল থাকে।”

দিব্যার চেহারা নিয়েও প্রশ্ন তুলেন নেটিজেনরা। জানতে চান কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন কি না? জবাবে দিব্যা বলেন, “নারে বাবা, কোনো সার্জারি করিনি।”

দিব্যা তার সাম্প্রতিক চলচ্চিত্র অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে ‘সাভি’ সিনেমার অভিজ্ঞতা তুলে ধরেন। এটি তার সবচেয়ে ‘প্রিয় প্রকল্প’ বলে মন্তব্য করেন তিনি। দিব্যা বলেন, “অবশ্যই ‘সাভি’। যুক্তরাজ্যে সিনেমাটির সবচেয়ে দুর্দান্ত শুট হয়েছিল, সেখানে টানা ৪২ দিন প্রায় মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করেছিলাম। প্রোডাকশন খুবই সুন্দর ছিল। এটি আমার জন্য একটি বেঞ্চমার্ক। এখন আমার সব সিনেমার অভিজ্ঞতা ‘সাভি’ এর সেটের সঙ্গে তুলনা করি।”

২০২৪ সালের ৩১ মে মুক্তি পায় ‘সাভি’ সিনেমা। ২০২৩ সালের মার্চে যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন দিব্যা। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গালে আঘাত পেয়েছিলেন তিনি। সেই সময়ে আহত দিব্যা তার কিছু ছবিও প্রকাশ করেছিলেন।

বর্তমানে ‘হিরো হিরোইন’ শিরোনামে একটি সিনেমার কাজ দিব্যার হাতে রয়েছে। তেলেগু ও হিন্দি ভাষার এ সিনেমার শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT