1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিয়ে নিয়ে যা বললেন কেয়া পায়েল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

বিয়ে নিয়ে যা বললেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
অভিনেত্রী কেয়া পায়েল

বিনোদন ডেস্ক || ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পার্লারের ব্যবসাও শুরু করেছেন। অভিনয়-ব্যবসা—দুটোই সমান্তরালভাবে চলছে।

ব্যক্তিগত জীবনে কেয়া পায়েল এখনো অবিবাহিত। বিয়ে নিয়ে এবার মুখ খুলেলেন এই অভিনেত্রী। একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ বিষয়ে কথা বলেন এই অভিনেত্রী।

এ আলাপচারিতায় বিয়ে নিয়ে কেয়া পায়েল বলেন, “বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।”

জীবনদর্শন ও বিয়ে কেয়া পায়েল তার ভাবনার ব্যাখ্যা করেছেন। এ অভিনেত্রী বলেন, “সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।”

কবে কখন বিয়ে করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি কেয়া পায়েল। তবে তার ভাষ্য—“বিয়ের বিষয়টি কেবল সৃষ্টকর্তার ওপরেই ভরসা করতে চাই।”

“এলেন আর জয় করলেন”—অভিনেত্রী কেয়া পায়েলের ক্ষেত্রে অনেকটা তেমনই ঘটেছে। কারণ অভিনয়ে আসার কোনো ইচ্ছাই তার ছিল না। শখের বশে একটি বিজ্ঞাপনের শুটিং সেটে গিয়েছিলেন কেয়া পায়েল। সেখানে কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয়।

এরপর অনেকে অভিনয়ের জন্য ডাকেন কেয়া পায়েলকে। ২০১৮ সালে প্রথম নাটকে অভিনয় করেন। প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। এখন পর্যন্ত ৪০০ নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT