1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১১৯ জন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১১৯ জন

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে

জাবি প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৪২টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। এ বছর আসন প্রতি লড়বেন ১১৯ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।

চলতি বছর গত বছরের মতো এবারও মোট সাত ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭০ হাজার ২২০টি। প্রতিটি আসনের জন্য লড়বেন ২২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ইউনিটভিত্তিক আবেদনের পরিসংখ্যানে দেখা যায়, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৪২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১টি, যেখানে আসনপ্রতি প্রতিযোগীর সংখ্যা ১৪১ জন। কলা ও মানবিকী এবং আইন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে ৪৭ হাজার ৪৯৭ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ১০১ জন।

এছাড়া ‘আইবিএ-জেইউ’ ইউনিটে ৫০টি আসনের জন্য ৫ হাজার ৪১১টি আবেদন পড়েছে, ফলে আসনপ্রতি লড়বেন ৯৮ জন। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি; এখানে আসনপ্রতি লড়বেন ৬৩ জন।

বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১১ হাজার ৬১২টি এবং নাটক ও চারুকলা বিভাগভুক্ত ‘সি১’ ইউনিটে ৬৪ আসনের বিপরীতে ৩ হাজার ৭২৫টি আবেদন জমা পড়েছে। উভয় ইউনিটেই প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৮ জন করে শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT