1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
এনসিপির প্রার্থী তালিকায় তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ১৪ নারী - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

এনসিপির প্রার্থী তালিকায় তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ১৪ নারী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার দেখা হয়েছে
তাসনিম জারা ও তাজনূভা জাবীন

নিজস্ব প্রতিবেদক || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ আসনের প্রাথমিক প্রার্থীতালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় স্থান পেয়েছেন তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ১৪ নারী।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সদস্য সচিব আখতার হোসেন প্রাথমিকভাবে ১২৫ জনের নাম ঘোষণা করেন।

তবে, প্রাথমিক প্রার্থী তালিকায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম দেখা যায়নি।

এনসিপির নারী প্রার্থীদের মধ্যে ঢাকা–৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১৭ আসনে ডা. তাজনূভা জাবীন, নওগাঁ–৫ আসনে মনিরা শারমিন, সিরাজগঞ্জ–৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু, ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা এবং খাগড়াছড়ি আসনে অ্যাডভোকেট মনজিলা সুলতানা ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT