1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শাটলে কাটা পড়ে মারা গেলেন চবির পরিচিত ‘সাদা ভান্ডারি’ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনি তফসিল সিআইডি ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘর্ষ অব্যাহত, সীমান্ত থেকে পালিয়েছে ৫ লাখ মানুষ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, নারী ইউপি সদস্য গ্রেপ্তার এনসিপির প্রার্থী তালিকায় তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ ১৪ নারী পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাবে: আসিফ মাহমুদ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী গ্রেপ্তার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউ এসি চতুর্থ বর্ষের কর্মশালা অনুষ্ঠিত বিপিএলে খেলতে ১০ ক্রিকেটারকে ছাড়পত্র দিল পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আবারো বন্দুক হামলা, শিক্ষার্থী নিহত

শাটলে কাটা পড়ে মারা গেলেন চবির পরিচিত ‘সাদা ভান্ডারি’

চবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন স্টেশনে এভাবেই প্ল্যাটফর্মের সঙ্গে আটকে যান সাদা ভান্ডারি নামে বয়স্ক ব্যক্তিটি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

চবি প্রতিনিধি || তাড়াহুড়া করে নামতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয় এলাকায় সাদা ভান্ডারি নামে পরিচিত ছিলেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে চবি রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। সেখান থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টা ৪০ মিনিটে ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরগামী ট্রেনটি চবি স্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান লোকটি। তার বাড়ি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায়। সাদা ভান্ডারি নামে পরিচিত ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, “শহর থেকে আসা ট্রেনটি স্টেশনে আসা মাত্র লোকটি লাফ দিয়ে নামার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। পরবর্তীতে সবাই চেষ্টা করে তাকে বের করা হয়। লোকটির অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।”

আরেকজন প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা ফজলুল জেরিন। তিনি ফেসবুকে লেখেন, “ট্রেনটি স্টেশনে আসার পরপর লোকটা নামছিলেন। তখনো ট্রেন গতিশীল ছিল। তিনি পড়ে যান ফাঁকা জায়গাটায়। তার ওপরেই ট্রেন কিছুক্ষণ গতিশীল ছিল। পরে শিক্ষার্থীদের সহায়তায় ওনাকে সেখান থেকে তুলে মেডিকেল পাঠানো হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।”

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “লোকটি ট্রেনের নিচে কাটা পড়েন। কয়েকজন শিক্ষার্থী তাকে মেডিকেল সেন্টারে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাটহাজারী উপজেলা হাসপাতালে নেওয়া হয়।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT