1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ঐশীর সঙ্গে চুম্বন দৃশ্য ও প্রেমের গুঞ্জনে অকপট শুভ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

ঐশীর সঙ্গে চুম্বন দৃশ্য ও প্রেমের গুঞ্জনে অকপট শুভ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে
ঐশী ও শুভ

বিনোদন ডেস্ক || ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। বেশ আগে এ জুটির প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। এরই মাঝে ‘নূর’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। কিছু দিন আগে সিনেমাটির চুম্বন দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আসে। তারপর নতুন করে তাদের প্রেম ও অন্তরঙ্গ দৃশ্য নিয়ে চর্চা শুরু হয় নেট দুনিয়ায়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রায়হান রাফি নির্মিত ‘নূর’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে। এ পরিস্থিতিতে ঐশীর সঙ্গে ‘প্রেম’ ও ‘অন্তরঙ্গ’ দৃশ্য নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আরিফিন শুভ।

এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, ‘নূর’ সিনেমায় কাজ করতে গিয়ে সহশিল্পী ঐশীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে। বিষয়টি কতটা সত্যি? এ প্রশ্নের জবাবে আরিফিন শুভ বলেন, “গুঞ্জন সত্য হলে আপনি প্রশ্ন করার সময় এটাকে ‘গুঞ্জন’ বলতেন না। শোবিজে কাজ করলেই সহশিল্পীদের নিয়ে এ ধরনের কথা ছড়ায়—এটা নতুন কিছু নয়। আমি এগুলোকে কখনো গুরুত্ব দিই না, প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও দেখি না। এটা তারকা জীবনের অংশ, এর বেশি কিছু নয়।”

অন্তরঙ্গ দৃশ্যে শুভকে আগে কখনো দেখা যায়নি। ঐশীর সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয়ের বিষয়ে আরিফিন শুভ বলেন, “গল্প যদি ডিমান্ড করে, একজন অভিনেতা হিসেবে প্রয়োজনীয় যেকোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু সেটা শুধু আলোচনার জন্য বা সিনেমা বিক্রির জন্য হলে হবে না—চরিত্রের ভেতরে তার স্পষ্ট প্রয়োজন থাকতে হবে। যে কারণে দর্শক আমাকে আগে এমনভাবে দেখেননি—সেটা খুবই সহজ। প্রতিটি চরিত্রের নিজস্ব পরিসর থাকে। ‘নূর’-এর গল্পে যেটা প্রয়োজন ছিল, আমি সেটা করেছি। চরিত্র যেদিকে নিয়ে গেছে—আমিও সেভাবে অভিনয় করেছি।”

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে আরিফিন শুভ বলেন, “এটা আসলে ‘কিস’ নয়, এটা আসলে একটা ‘মোমেন্ট’। আমরা কখন যে সিনটা করলাম, আদৌ কি কোনো কিছু হলো? আমরা নিজেরাও বোধ হয় বুঝতে পারি নাই। এটা একটা ‘মোমেন্ট’। সত্যি বলতে আমার অকোয়ার্ড লাগে নাই। সেই মোমেন্টে আরেকটা চরিত্র আমার মধ্যে বসবাস করছিল।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT