1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘যতবার সুযোগ আসবে, ততবার মেসিকে দেখতে যাবে শুভশ্রী’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

‘যতবার সুযোগ আসবে, ততবার মেসিকে দেখতে যাবে শুভশ্রী’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || গতকাল কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। ফুটবলের জাদুকরকে একঝলক দেখার জন্য উপচে পড়েছিল হাজার হাজার ভক্ত। এতে করে তৈরি হয় বিশৃঙ্খলা। অভিযোগ ওঠে, হাজার হাজার টাকা খরচ করেও প্রিয় তারকা মেসিকে ঠিকমতো দেখার সুযোগ পাননি ভক্তরা। এই ক্ষোভ ও অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক পর্যায়ে এই আগুনের আঁচ গিয়ে লাগে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির উপরে।

মেসিকে দেখতে পারেননি তার ভক্তরা। তাহলে শুভশ্রীকে কেন আক্রমণ করে মন্তব্য করছেন নেটিজেনরা? মূলত, গতকাল মেসিকে দেখতে শুভশ্রীও গিয়েছিলেন। কারণ তারও প্রিয় ফুটবলার মেসি। তারকা ফুটবলারের সঙ্গে দেখা করে তার সঙ্গে ক্যামেরাবন্দিও হন এই নায়িকা; যা তার ফেসবুকে পোস্ট করেন। এ ছবি দেখে ‘নোংরা’ মন্তব্য যেমন করেছেন, তেমনই কটাক্ষ করেও মন্তব্য করেছেন।

এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভশ্রীর স্বামী, পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। স্ত্রী স্বপক্ষে দাঁড়িয়ে রাজ পরিষ্কার ভাষায় ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “আগামী দিনে যতবার সুযোগ আসবে, ততবার মেসিকে দেখতে যাবে শুভশ্রী।”

অন্য অনেকের মতো আমন্ত্রিত অতিথি ছিলেন শুভশ্রী। আয়োজক কর্তৃপক্ষ শুভশ্রীকে উপস্থিত রাখার সিদ্ধান্ত নেন। এ তথ্য স্মরণ করে রাজ চক্রবর্তী বলেন, “শুভশ্রী কিন্তু ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’-এ মেসির মুখোমুখি হয়েছে। কথাবার্তার পর ছবি তুলেছে, মাঠে যায়নি। অনেকে মাঠে মেসির পাশে দাঁড়িয়ে ক্রমাগত ছবি তুলেছেন। তাদের কেন বলা হচ্ছে না? শুভশ্রী একা কেন ক্রমাগত আক্রমণের শিকার?”

শুভশ্রীর পারিবারিক পরিচয়, তার শারীরিক গড়ন নিয়েও কটূক্তি করেছেন অনেকে। এ বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, “শুধু তারকা নয়, তথাকথিত সভ্য সমাজে নারী এখনো ‘সফট টার্গেট’। তিনি তারকা না-ও হতে পারেন। যেমন: কোনো তরুণী যদি ছোট পোশাকে সেজে মেসির কাছে যেতেন, তার আশেপাশে থাকতেন, উল্লাসে মাততেন—তাকেও একইভাবে কটাক্ষের শিকার হতে হতো। তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এলে আক্রমণের মুখে পড়তে হতো।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT