1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সাত বছর লিভ-ইনের পর বাগদান সারলেন অর্জুন রামপাল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সাত বছর লিভ-ইনের পর বাগদান সারলেন অর্জুন রামপাল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে
লিভ-ইনের পর বাগদান সারলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা

বিনোদন ডেস্ক || দীর্ঘ সাত বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে বাগদানের খবরটি নিশ্চিত করেছেন এই তারকা অভিনেতা।

রিয়া চক্রবর্তীর পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাগদানের বিষয়ে কথা বলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা। পডকাস্টের এই পর্বের ট্রেইলারে অর্জুন-গ্যাব্রিয়েলার বাগদানের মুহূর্তটিও দেখানো হয়েছে।

এ ভিডিওতে গ্যাব্রিয়েলা ভালোবাসা নিয়ে কথা বলেন। এই মডেল বলেন, “ভালোবাসার সঙ্গে শর্ত জড়িত। কেউ যদি নির্দিষ্ট উপায়ে আচরণ করে, তবে সে আমার সম্মতি বা ভালোবাসা পায়। কিন্তু যখন আপনার সন্তান থাকে, তখন তো তা করা যায় না, তাই না?”

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা

শরীরি সৌন্দর্য দেখে অর্জুন তার প্রেমে পড়েছেন তা মনে করেন না গ্যাব্রিয়েলা। তার ভাষায়—“সে খুব আবেদনময়ী এজন্য আমি তার পেছটে ছুটেছি, বিষয়টি কিন্তু এমন নয়। আশা করছি, ও (অর্জুন) এমনটা বলেনি।”

এ বিষয়ে অর্জুন রামপাল বলেন, “ও (গ্যাব্রিয়েলা) আবেদনময়ী এজন্য আমি ওর পিছু নিয়েছিলাম। পরে বুঝতে পারি, শুধু হটনেসের বাইরেও আরো অনেক কিছু ওর মধ্যে আছে।”

এ ভিডিও ক্লিপে গ্যাব্রিয়েলাকে বলতে শোনা যায়, “আমরা এখনো বিয়ে করিনি, কিন্তু তা কে জানে?” এরপরই অর্জুন রামপাল বলেন, “আমরা বাগদান সম্পন্ন করেছি।”

গ্যাব্রিয়েলা

১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যা সন্তান রয়েছে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে মেহের-অর্জুনের।

২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরবর্তীতে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। এরপর লিভ-ইন করার সিদ্ধান্ত নেন তারা।

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা জুটির দুই পুত্রসন্তান

২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। প্রথম সন্তানের নাম রেখেছেন অরিক রামপাল। এর ৪ বছর পর তাদের জীবনে আসে দ্বিতীয় পুত্রসন্তান। তবে আইনি বা সামাজিক বিয়ের বিষয়ে কিছু জানাননি এই যুগল।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT