1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘নির্বাচন বানচালের চেষ্টায় ভয় দেখান হচ্ছে, সরকার জবাব দেবে’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

‘নির্বাচন বানচালের চেষ্টায় ভয় দেখান হচ্ছে, সরকার জবাব দেবে’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিজস্ব প্রতিবেদক || তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে ভয় দেখাতেই সাম্প্রতিক আক্রমণগুলো চালানো হচ্ছে। তবে সরকার জনগণকে সঙ্গে নিয়ে এসব হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক হামলার উপযুক্ত জবাব দেবে।

রবিবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলম পদত্যাগ করার পর জলবায়ু ও পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে এই পরিবেশ আইনবিদকে।

তথ্য উপদেষ্টা বলেন, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, ততই নির্বাচনকে ভীতিকর করে তুলতে এ ধরনের অপচেষ্টা বাড়ছে।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে গণমাধ্যম তাদের প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। গণমাধ্যম সব সময় গণতন্ত্রের চর্চায় বলিষ্ঠ ভূমিকা রাখলেও জুলাই আন্দোলনের সময় তার ব্যত্যয় ঘটেছে। সঠিক তথ্য প্রচার হয়নি; তারা কখনো পারেনি, আবার কখনো করতেও দেওয়া হয়নি।

তথ্য কেমন হবে এবং গণমাধ্যমকে কীভাবে দেখতে চান, সেই ব্যাখ্যায় রিজওয়ানা হাসান বলেন, “তথ্য হতে হবে বস্তুনিষ্ঠ, বিকৃত নয়। সরকার একটি শক্তিশালী ও গণমুখী গণমাধ্যম দেখতে চায়, যেখানে তথ্যের খণ্ডিত বা বিকৃত উপস্থাপনের সুযোগ থাকবে না,”

অজামিনযোগ্য মামলায় অপরাধীদের জামিন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “এ বিষয়ে বিচারকের এখতিয়ার রয়েছে। বিচারক চাইলে জামিন দিতে পারেন, আবার চাইলে কারাগারে পাঠাতে পারেন।”

তিনি বলেন, “একদিকে বলা হয় বিনা বিচারে মানুষকে জেলে রাখা হচ্ছে, আবার অন্যদিকে জামিন দিলেও সমালোচনা করা হয়; এই দ্বৈত অবস্থানও সমস্যা তৈরি করছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT